কোথায় হারালে?
পালালে কোথায়?
তুমি আমাকে ছেড়ে|
কথা ছিল দুজনে একসাথে হারাবো,একসাথে পালাবো|
তুমি আর আমি দিগন্ত ভরা মাঠে প্রান্তরে,
দুজনে হাঁটবো।
কফি শপে দুজনে মুখোমুখি বসে,কফিতে চুমুক দেব| জোসনা রাতে দুজনে মুখোমুখি বসবো,তুমি আমার দিকে তাকিয়ে থাকবে আর আমি তোমার দিকে|
হল না,কিছুই হল না| সবকিছু আমার কল্পনাই থাকে গেল|
তুমি একাই হারালে,
একাই পালালে|
কি প্রয়োজন ছিল,আমাকে এত স্বপ্ন দেখানোর?
আমাকে এত ভালবাসার,এত আশার বাণী শোনানোর|
সব স্বপ্ন,এখন আমার দুঃস্বপ্নে পরিনত হয়ে গেল|
তুমি কি আমাকে নিয়ে এখনও,স্বপ্ন দেখো,
আমাকে নিয়ে ভাবো,
আমার ছবি কল্পনায় আকোঁ।তুমি কি আমাকে নিয়ে এখনও,গান আর কবিতা লেখ|
আমার খুব জানতে ইচ্ছে করে|