দিনগুলো কিভাবে জানি কেটে যায় বন্ধুদের আড্ডায় আর অস্থিরতায়|
কিন্তু রাতগুলো কাটতে চায় না|
প্রতিরাতে জ্বলন্ত সিগারেট নিয়ে ছাদে বসে থাকি, তোমাকে নিয়ে ভাবি আর একা একা জোছনা দেখি|রাতের পাখিরা আমার সাথে জেগে থাকে|
ওরাই আমার এখন রাতের সঙ্গী|
জোছনার আলো একসময় শেষ হয়ে যায়| ঝি ঝি পোকার ডাক আর শোনা যায় না|
তখনও আমি থাকি|
রাতের শেষ প্রহরে সিগারেটগুলোও আর থাকে না,নিঃশেষ হয়ে যায়|
তখন টলমল চোখে রুমে ফিরি|
গা এলিয়ে দেই,ধূলি পড়া বিছানায়|
কখন ঘূমিয়ে পড়ি নিজেও জানি না|