একটি জ্বলন্ত সিগারেট, একসময় পুড়ে ছাই হয়ে যায়|
পরিত্যক্ত অ্যাশ আর কখনো কোন কাজে লাগে না|
একটি সিগারেটের অস্তিত্ব ওখানেই শেষ|
কিন্তু মানুষের কষ্টগুলো কেমন জানি শেষ হয় না| নিভু নিভু করে জ্বলতে থাকে,তুষের আগুনের মত|
কষ্টগুলো কখনো সুপ্ত থাকে,আবার কখনো মাথা বের জেগে ওঠে|
কষ্টগুলোকে একেবারে ছুড়ে ফেলা দেওয়া যায় না|
কেমন জানি কষ্ট দেওয়া মানুষগুলোকে ভোলাও যায় না|
সিগারেটের ধোঁয়ার মত যদি,নিজের কষ্টগুলোকে পুড়িয়ে ফেলা যেত|
তাহলে হয়তো অনেক ভাল হত|
তোমাকে ভুলে থাকা যেত,কষ্টগুলো ধোঁয়া হয়ে উড়ে যেত|
তোমাকেও ভুলে থাকতে পারতাম . . .।