তুমি যখন আমার জীবনে ছিলে না|আমার পাশে ছিলে না|আমি একা ছিলাম|
আমি তখনও স্বপ্ন দেখতাম| সুন্দর জীবনের স্বপ্ন,ভালবাসার স্বপ্ন|
হয়তো সে স্বপ্ন ছিল, কখনো বাস্তব অথবা অবাস্তব ,নয়তো নিজের মনের অবচেতন কল্পনা।
তখন স্বপ্ন দেখার নেই মানা|স্বপ্নের মাঝে হারিয়ে যাই|
এমন একটা ভাব ছিল|
কিন্তু তুমি যখন আমার জীবনে আসলে,তখন থেকেই কেমন জানি স্বপ্নগুলো সীমাবদ্ধ হয়ে গেল|
চিন্তা,চেতনা আর ভাবনাগুলো সংকোচন হতে শুরু করলো|
শুধু তোমাকে নিয়েই স্বপ্ন দেখতাম|
আবার স্বপ্ন দেখা শেষে,ভয়ও পেতাম|হারানোর ভয়|এই বুঝি তুমি আমার কাছ থেকে হারিয়ে যাবে|
আমি তোমাকে হারিয়ে ফেলবো|
সবসময় এই ভয়টা মনের ভিতর কাজ করত|
তুমি পাশে থাকা সত্ত্বেও,আমি কখনো ভয়টা কাটিয়ে উঠতে পারিনি|
কিন্তু সেই ভয়টাই যে, একদিন বাস্তব হয়ে আমার জীবন আসবে|আমার জাবনে কাল হয়ে দেখা দেবে|
একথা কখনো ভাবতেও পারিনি|
আজ তুমি আমার পাশে থাকলে,
আমার স্বপ্নগুলো,
কখনো দুঃস্বপ্নে পরিণত হত না|