মানুষের জীবনে সবসময় দুটি সত্ত্বা যুদ্ধ করে|
সেই দুটি জিনিস হচ্ছে আবেগ আর বাস্তবতা|
মানুষের জীবনে এই দুটি জিনিসেরই দরকার আছে|
কেউ যদি সবসময় আবেগকে প্রাধান্য দেয়,মন যা চায় তাই করে|
তাহলে সে জীবনের প্রতিটি পর্যায়েই পরাজিত হবে|
জীবনকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাবে|
মনের আবেগ মানুষকে সাময়িক সময়ের জন্যে শান্তি এনে দিতে পারে|
মনকে প্রফুল্ল রাখতে পারে|
কিন্তু দীঘস্থায়ী শান্তির হ্মেত্রে আবেগ বিশাল বাধা|
মানুষের জীবনে আবেগ থাকবেই,আবেগকে সঠিক ভাবে নিয়ন্ত্রন করতে পারলে জীবন সফলতা আসবে|এটা নিশ্চিত করে বলা যায়|
মানুষ যখন আবেগের মধ্যে থাকে, তখন বাস্তবতাকে তার কাছে অনেক তুচ্ছ মনে হয়|
কিন্তু আবেগ যখন একসময় কেটে যায়|তখন সে হায় হুতাশ করে|কারন আবেগের সেই সময়ে তার জীবনের অনেক মুল্যবান সময় কেটে গেছে|তখন আর শত চেষ্টা করেও জীবনের সেই ঘাটতি,আর পূরন করা যায় না|
তাই আবেগকে নিয়ন্ত্রন করা শিখুন|
বাস্তবতাকে সবসময় জীবনের সামনে রাখুন|
কোন কাজ করার সময় নিজের বিবেগকে একবার হলেও জিজ্ঞাসা করুন|
আপনি কি করছেন,কেন করছেন|
সেটা আবেগ নাকি বাস্তবতা|