আজ অনেকদিন পর তোমাকে দেখলাম|অন্যরুপে,ভিন্ন সাঁজে, নতুন ঠঙ্গে |
আমি আগেও তোমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখতাম|চশমার মাঝখান দিয়ে,দেখতে দেখতে একসময় চশমার কাঁচ ঘোলাটে হয়ে আসে|
তখন আমি নিজে নিজেই লজ্জা পাই আর ফিক করে হেসে ফেলি|
ভাবি,বিধাতা হয়তো আমাকে শুধু,তোমাকে দেখার জন্যই তৈরী করেছে|
তাও আবার দুর থেকে লুকিয়ে লুকিয়ে|
তোমাকে দুর থেকে দেখতাই,আমার ভাল লাগে|
ক্যাম্পাসে যতদিন আছি,
তোমাকে এভাবে দুর থেকেই দেখে যাব|
আমিতো তোমার কখনো কাছে যেত পারবো না| কেন জানি,তোমার কাছে গেলেই,পৃথিবীর সব লজ্জা এসে আমার চোখের উপর ভর করে|
আমি আর এগুতে পারি না|
থাকো না তুমি দুরে,
আমি না হয় তোমাকে দুর থেকেই দেখে গেলাম|
অচেনা বা দুরের মানুষ হিসেবে . . . .