আজ আমার মনটা ভালোনা, এদিকে আমার ময়না পাখিটাও কিছু খাচ্ছে না।আমার সাথে সাথে সে কি মন খারাপ করল কিনা জানিনা ।কোন কারনে করলো জানিনা। যাগ বাবা এত কিছু ভাবার সময় কই। এক পাখি মরলে অন্য পাখি আসবে,পাখি নিয়ে ভাবনার দরকার কি।নিজেকে নিয়েই পারি না আবার নাকি পাখি।ওরে মোর ময়না রে এত ভাব ধর না কি খাবে খেয়ে নাও, তুমার রাগ আর অভিমান ভাংগাতে পারুম না।বয়স আমার ৩০ বছর,আমি অনেকের সাথে রাগ করছি অভিমান ধরছি কিন্তু কেউ আমার রাগ অভিমান ভাংগাতে আসেনি। আসবে ও না জানি তারপর ও ধরি, কি করমো মনের দুখে কেউ বনে যায়,ফাঁসি দেয়, আমি না হয় একটু অভিমান করি।আমার কথা শুনে এবার ময়না মোর মুখ খুললো......
কি আজব, ময়না আমাকে বলে তুমি আমাকে অবহেলা কর, আমার কোন খোজ খবর রাখনা ৭দিন ধরে। এ সমাজ কি কোন খোজ রাখে আজ প্রকৃত মুক্তি যোদ্ধাদের,আজ ১৬ ডিসেম্ভর।৩০লাখ বালাদেশীর প্রান কাদছে আজও ।শোন তুমি সেই কান্না আজ ? আমরা আজ স্বাধীন মুখে মুখে কাজে নয়, কবে হবে এ বাঙ্গালী স্বাধীন কবে..কবে? প্রশ্ন আজ উন্মুক্ত সবার কাছে।