মানুষকে মানুষ হত্যা করে , কেন করে ? মানুষের প্রতি মানুষের রাগ, অভিমান,থাকবে। আমার যা ভালো লাগে তা অন্যের ভালো নাও লাগতে পারে। এজন্য তাকে জোর করে আমার ভালো লাগা কোন কিছু চাপিয়ে দেওয়া যাবেনা । আসল ব্যাপার হল মন যা চাই তাই যেন পাই।প্রকৃত আমরা এটাই বেশি আশা করি। এখন তা কতটুকু আমার জন্য উপযুক্ত এবং অনউপযুক্ত তা যেমন ভেবে দেখিনা ভাবার জন্য আমরা প্রস্তুতও নয়। সমাজে অনেক কম মানুষই আছে যারা নিজেদের কে ম্যানেজ করতে পারে । সহনিয়ন্ত্রিত বলতে বুঝায় নিজেকে সকল ভাল-মন্দদের সাথে ভারসাম্য বজায় রাখা । এই মন-পাওয়ারটা অর্জন করা একটা বিশাল প্রাপ্তি বটে। পেটে খাবার না থাকলেই কিন্তু ক্ষিদে লাগে। যখন এই ক্ষিদার অনুভবটা প্রকাশ পাই,তখন কিন্তু মানুষ খাদ্য খুজে, কাউকে খুন করার জন্য পিস্তল খুজে না । বিশ্বেজুড়ে এমন রের্কড কম যে,খাবারের জন্য কেউ কাউকে হত্যা করছে । ব র্তমানে সকল প্রকার হত্যার পিছনে আছে লোভ।লোভই কেবল সমস্ত খোন,খারাপির মূল। এখন এই লোভটার ধরন,রূপ হতে পারে ভিন্ন রকম। তাই আমাদের কে সমস্ত প্রকার লোভ আর হিংসা, থেকে পবিত্র থাকতে হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ৮:০৩