আগের দুটি পোস্টে উল্লেখ করেছিলাম কিভাবে নিজের SWOT Analysis এবং Gap Analysis করতে হয়। এই এনালাইসিস দু'টো করার পরে আপনি এমন একটি জায়াগায় পৌঁছে যাবেন যেখান থেকে বুঝতে পারবেন আপনার কি ধরণের উন্নতির প্রয়োজন। এবারে ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পনা'র পালা।
এটা করতে হলে, আপনাকে উপরের ছবির মতো করে ছক আঁকতে হবে। প্রথমেই লিখতে হবে- 'আপনি কিসে উন্নতি করতে চান' সেটা। যেমন ধরুন, আপনি হয়তো চান ব্লগিং করে কোটি টাকার মালিক হতে। অথবা, হতে চান এমন একজন বিখ্যাত ব্লগার যাকে পুরো পৃথিবী'র মানুষ একবাক্যে চিনবে।
দ্বিতীয় কলামে লিখতে হবে, আপনি যা চান তা করতে বা হতে হলে আপনাকে কি করতে হবে সেটা। যেমন- আপনার ব্লগিং স্কিলস বাড়ানোর জন্যে ঊডেমী থেকে ব্লগিং-এর উপর সার্টিফিকেট কোর্স করতে হতে পারে।
তৃতীয় কলামে লিখতে হবে, আপনার উন্নয়ন পরিকল্পনা করতে কে সহায়তা করতে পারবেন তাঁর নাম। সেটা আপনি নিজে হতে পারেন।
এরপরে, আপনার বাস্তবায়নে কি কি রিসোর্স বা সরঞ্জাম লাগবে সেটা লিখতে হবে ৪র্থ কলামে।
আর, সর্বশেষ কলামে লিখতে হবে কোন সময়ের মধ্যে আপনি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান। ব্যস, তৈরী হয়ে গেলো আপনার ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পনা!
এবারে, আমার ফিসটি দিয়ে দিন!
১ম পর্বঃ চাকরীতে সাফল্য লাভে Gap Analysis টেকনিক ব্যবহার করুন
২য় পর্বঃ নিজের শক্তি, দূর্বলতা, সুযোগ এবং হুমকি যেভাবে খুঁজে বের করতে হবে
ছবি সূত্রঃ
১) এই পোস্টদাতা
২) সামুর একজন ব্লগার
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৬