জ্ঞান-তাপস জালালুদ্দিন রুমী বলেছেন- ''তুমি তো পাখা নিয়ে জন্ম নিয়েছো, তবু কেন জীবনে হামাগুড়ি দেওয়া বেছে নিলে!''
আমাদের জীবনের প্রত্যেকটি কাজের সাথে অদেখা ভূবনের যোগাযোগ রয়েছে। তবু, এই দুনিয়ার স্বার্থগুলোর বেড়াজালে আমরা সেই অদেখা ভূবনের উপহারগুলোর কথা প্রায়শঃ ভুলে যাই।
ছোটবেলার কথা একবার মনে করুন, যখন আমাদের কোন কাজের মাঝে স্বার্থান্ধতা ছিলো না। আমাদের হৃদয়ে যা চাইতো, তা-ই করতে পারতাম। আমাদের কাজে ছিলো না কোন কলুষতা।
.
অথচ, বড় হওয়ার সাথে সাথে, সেই হৃদয়ে কালো দাগ জন্মাতে থাকে। স্বার্থের মোহে পড়ে আমরা এমন সব কাজ করি, যা নিজেদের জন্যে তো বটেই, পরিবার, সমাজ, জাতি এমনকি গোটা পৃথিবী'র জন্যে তা এক দূষণীয় কাজ হয়ে দাঁড়ায়।
অথচ, কেমন হতো যদি আমাদের ছোটবেলার নিস্পাপতা বড় হওয়ার পরেও টিকে থাকতো! আমরা হয়তো তখন আরো সাফল্য লাভ করতাম। পরের সাহায্যে হয়তো আরো নিঃস্বার্থ ভাবে এগিয়ে যেতে পারতাম। বলতে পারতাম-
পরের কারণে স্বার্থ দিয়া বলি,
এ জীবন-মন সকলি দাও।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৭