কোনও একদিন সকাল হবে না
শিশির পাবে অসমাপ্ত পরিণতি
প্রথম রোদের জন্য বুক পেতে দিবে না ঝাপসা কুয়াশা
সারা রাতের ঠাণ্ডা তারাগুলো ছায়াপথ বেয়ে নেমে আসবে
জানালার শার্সিতে ; অবিরাম অন্ধকার ।
ফাঁদ পেতে শব্দ ধরবে না কোনও কবি
লক্ষ্মী পেঁচার বন্দনায় চোখে লেগে যাবে ছোপ ছোপ ক্লান্তি
মেঠো ইঁদুর পথ হারালে জোনাকি হবে বাতিঘর
গোধূলির কথা ভেবে বিষণ্ণ হতো চাঁদের বুড়ি
তখনও ডানা বেঁধে ফড়িঙের জীবন খুঁজতো ইকারুসের মতো কেউ কেউ
অথচ দীর্ঘ ঘুমের অবসাদ ভুলিয়ে দিবে কখনও স্বপ্ন দেখতো মানুষ ।
কোনও একদিন সকাল হবে না
তোমার স্মৃতিগুলো পাবে অনন্ত জীবন
হাহাকারগুলো জমিয়ে রাখবে বুকের গহীন ডাকঘর
বিষণ্ণতা নেমে আসবে পলকের ভেজা নীল খামে ;
কতদিন দেখা হয়নি, বলবে ছাইপাঁশ অভিমান ।
হৃদয় তন্নতন্ন করে তোমার জন্য খুঁজবো না আমার শ্রেষ্ঠ শব্দগুচ্ছ
চোখের তারায় আমাদের ভুলগুলো লেগে থাকবে ছোপ ছোপ নির্ঘুমতায়
পথ হারালে খুঁজে পাবো না বাতিঘর, ঘুমুতে যাবে জোনাকির দল
কেইবা এসে যায় একা একা যদি হেঁটে যাই হারিয়ে যাওয়ার টানে
হয়তো ডানা ভেঙ্গে যাবে বলে চাইবো না ফড়িঙের জীবন
অথচ অনন্ত অবসাদ ভুলিয়ে দেবে কখনও স্বপ্ন দেখতাম আমিও ।
২
তারপর একদিন তোমাকে ভেবে ভেবে আর ব্যাথা পাবো না
জেনে যাবো এরপরে আর কোনোদিন সকাল হবে না ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৯:২১