আমাদের দেশ ছোট হলেও দেশের বিভিন্ন স্থানে অনেক প্রত্নসম্পদ ছড়িয়ে আছে।সেগুলোর সাথে আমাদের ইতিহাস ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি জড়িয়ে আছে।সেগুলো আজ অবহেলায় পড়ে আছে।আমরা শিক্ষিত সমাজও সেগুলোর কোন খবর রাখি না।আমার বন্ধুমহলে তাদের সে সব স্থাপনার কথা জিজ্ঞেস করলে তারা এ ব্যাপারে কিছুই জানে না।খুবই আশ্চর্যের কথা বলে তাদের কাছে মনে হয়।তারা যেন এ ব্যাপারে খুবই উদাসীন।আমি গত বছর বেশ কিছু স্থানে গিয়েছিলাম।সেগুলোর অবস্থা খুবই করুণ।সেগুলোর সাথে যে আমাদের ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে তা যেন সবাই ভুলতে বসেছে।এ ব্যাপারে কারো কোন মাখাব্যাখা নেই।আমি সাপ্তাহিক ২০০০-এ খন্দকার মাহমুদুল আহসানের নিয়মিত লেখা পড়ছি।তিনি সেখানে খুবই সুন্দরভাবে এগুলোর বর্ণনা করেছেন।সেই সাথে সেগুলোর গুরুত্ব,তুলনামুলক আলোচনা,অবস্থান ও এগুলোর দুরবস্থা তুলে ধরেছেন।কিন্ত এগুলোর সংরক্ষণে কেউ এগিয়ে আসে নি।আমি বিভিন্ন স্থানে গিয়ে দেখি সেগুলো টয়লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে।কোনটাতে প্রত্নতত্ত্ব বিভাগ তাদের একটি সাইনবোর্ড টাঙিয়ে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছে।
আমি দিনাজপুর রাজবাড়ীতে ঘুরতে গিয়ে দেখি সেখানকার অবস্থা করুন।সেটা যে একসময় রাজবাড়ী ছিলো তা এখন ঝোপঝাড় আর মানুষের গণ টয়লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে।তেমনটা ঘটছে নওগার দুবলহাটি রাজবাড়ীতে।সেখানকার অবস্থা আরো করুণ।সেখানে মানুষের মলের গন্ধে হাটা দায়।দিনাজপুরের কান্তজীর মন্দিরে যাওয়ার রাস্তা দুটি ।সেখানে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তায় নদী পার হতে হচ্ছে।নেই কোন সেতু।
মন্দিরের আশেপাশে কোন বসার ও বিশ্রামাগার নেই।নেই কোন তখ্য কেন্দ্র।
তেমনি চাপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদে দেখলে বোঝা দায় যে,সেটা এককালের ঐতিহ্যবাহী মসজিদ।অখচ তার পাশে শাহ নিয়ামতউল্লাহ’র মাজারের খুবই সুন্দরভাবে যত্ন নেয়া হয়েছে।সেখানে ফুলের গাছ লাগানো হয়েছে।এভাবেই সেখানে মাজার নিয়ে ব্যবসা চলছে।মাজারকে নিয়ে টাকার খেলা চলছে।তাই এর কদর বেশী অথচ খঞ্জনদিঘী মসজিদ,দরসবাড়ী মসজিদ ও মাদ্রাসা’র কোন সংরক্ষণ নেই।
রাজশাহী’র বাঘা মসজিদ নিয়েও চলছে মাজার ব্যবসা।মাজার ব্যবসার এই রমরমা কারবার সবখানেই।
নওগার মান্দা উপজেলার কুসুম্বা মসজিদে প্রত্নতত্ত অধিদপ্তর একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে তার দায়িত্ব শেষ করেছে।
তবে নওগার পতিসর (রবীন্দ্রনাথের কুঠিবাড়ী)’র অবস্থা কিছুটা আলাদা।এখানে নিয়মিত মেলা বসে।তবে আত্রাই হতে ওখানে পৌছার রাস্তা অনেক সরু ও রাস্তা খুবই খারাপ।তবে তখন রাস্তা মেরামত শুরু হয়েছিল।
নওগার বদলগাছীতে পাহাড়পুর বৌদ্ধবিহারে যাওয়ার রাস্তা দুটি।তার একটি যেটি জামালগঞ্জ হয়ে রাস্তা সেটার অবস্থা ভালো না।তবে খঞ্জনপুরের দিক দিয়ে রাস্তা ভালো।বিহারের মধ্যে তেমন পাহারার ব্যবস্থা নেই।ভিতরের একপাশে ছেলেরা ক্রিকেট খেলছে।কেউ কেউ বিহারের উপরে উঠার ব্যর্থ চেষ্টায় রত।যাতে সেখানকার সৌন্দর্য নষ্ট হচ্ছে।
এসব প্রত্নতাত্বিক নিদর্শন গুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যের উত্স। অথচ সেগুলো সংরক্ষণ করা হচ্ছে না।তাই এগুলো সংরক্ষণে এগিয়ে আসা উচিত বলে মনে করি।
এছাড়া আমি রাজশাহী বিভাগের বিভিন্ন দর্শনীয় স্থানের নাম নিচে উল্লেখ করছি:
১.ছোট সোনা মসজিদ-শিবগঞ্জ, চাপাইনবাবগঞ্জ
২.তোহাখানা মসজিদ,শাহ নিয়ামতউল্লাহর মাজার,দরসবাড়ী মসজিদ,কানসাট রাজবাড়ী-ঐ
৩.বাঘা মসজিদ- বাঘা, রাজশাহী
৪.পুঠিয়া রাজবাড়ী-পুঠিয়া,রাজশাহী।
৫.বরেন্দ্র জাদুঘর- সদর,রাজশাহী
৬.দিঘাপতিয়া রাজবাড়ী-সদর,নাটোর।
৭.উত্তরা গনভবন-সদর, নাটোর।
৮.হার্ডিঞ্জ ব্রীজ-পাকশি,ঈশ্বরদী,পাবনা।
৯.চাটমোহর শাহী মসজিদ-চাটমোহর,পাবনা।
১০.কাজিপাড়া তিন গম্বুজ মসজিদ-ভাঙ্গুরা
১১.শাহজাদপুর রবীন্দ্রকুঠি-শাহজাদপুর,সিরাজগঞ্জ
১২.পতিসর (রবীন্দ্রকুঠি)-আত্রাই,নওগা।
১৩.কুসুম্বা মসজিদ-মান্দা,নওগা।
১৪.পাহাড়পুর বৌদ্ধবিহার-বদলগাছী,নওগা।
১৫.বলিহার রাজবাড়ী,দুবলহাটি রাজবাড়ী-সদর,নওগা।
১৬.চলন বিল-নাটোর।
১৭.মহাস্থানগড়-বগুড়া
১৮.নলডাঙ্গা জমিদারবাড়ী-গাইবান্ধা
১৯.রাজাবিরাটের রাজপ্রাসাদ-গোবিন্দগঞ্জ,গাইবান্ধা
২০.তাজহাট জমিদার বাড়ী-সদর,রংপুর।
২১.বেগম রোকেয়ার বাড়ী-পায়রাবন্দ,মিঠাপুকুর,রংপুর।
২২.পাংগা রাজবাড়ী-রাজারহাট,কুড়িগ্রাম।
২৩.তিনবিঘা করিডোর-লালমনিরহাট।
২৪.কবি শেখ ফজলুল করিমের বাস্তুভিটা ও সংগ্রহশালা-লালমনিরহাট।
২৫.মহারাজা মহিমারঞ্জন এর রাজবাড়ী-কালীগঞ্জ,লালমনিরহাট।
২৬.পাটগ্রামের রাজা নীলাম্বরের রাজবাড়ী-পীরগঞ্জ,রংপুর।
২৭.ধর্মপালের আমলের রাজবাড়ীর ধ্বংসাবশেষ-ডিমলা,নীলফামারী।
২৮.কান্তজীর মন্দির-কাহারোল,দিনাজপুর।
২৯.নয়াবাদ মসজিদ-কাহারোল,দিনাজপুর।
৩০.বাংলাবান্ধা জিরো পয়েন্ট-তেতুলিয়া,পঞ্চগড়।
৩১.পঞ্চগড় রক্স মিউজিয়াম-পঞ্চগড় সরকারী বালিকা বিদ্যালয়,সদর,পঞ্চগড়।
৩২.ঈসমাইল হোসেন সিরাজীর বাণীকুঞ্জ-সলঙ্গা,সিরাজগঞ্জ।
এছাড়া এসব জায়গার মানচিত্র ও আরো দর্শনীয় স্থান পেতে লগ অন করুন-
http://www.in2bangla.com
or,
http://www.parjatanbichitra.com
http://www.currentpublicationsbd.com
এছাড়া পুরাতন কারেন্ট নিউজ সংখ্যা,প্রথম আলোর পুরাতন সংখ্যা(নকশা),পর্যটন বিচিত্রা দেখুন।