ঘটনা -১: লাইলাতুল কদরে রাত
প্রতিদিনের মত আমিও তারাবী পরার জন্য মসজিদে উপস্থিত হলাম। ইমাম সাহেব লাইলাতুল কদরে রাত সম্পর্কে ওয়াজ করছেন। একটু পর মুসুল্লীদের দান করা টাকার হিসাব নিয়ে বিষদ আলোচনা শুরু হলো। প্রতিদিন হুজুর এশার জামাত শুরুর আগে পাঁচ মিনিট সময় দেন সুন্নাত নামাজের জন্য ,নামাজ শুরু হতো ৯.৪৫ এ। কিন্তু ঐ দিন টাকা পয়সার হিসাব চলতে চলতে সময় হয়ে গেলো রাত ৯.৫০. সবাই বসে আছে চার্ রাকাত সুন্নাত নামাজ পড়বার জন্য আর যেহেতু এই রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম তাই সবাই ব্যাকুল মাইক বন্দ হলে ফরজের আগে চার্ রাকাত সুন্নাত নামাজ আদায়ের জন্য । কিন্তু সবাইকে হতবাক করে মুয়াজ্জিন তাকবীর দেয়া শুরু করলো ,সবাই ফরজ নামাজের জন্য উঠে দাড়ালো। কিছু টাকা পয়সার হিসাবের জন্য এতগুলো মানুষের সুন্নাতের নামাজ বিসর্জিত হলো।
ঘটনা -২: ঈদের নামাজ
যথারীতি সবাই ঈদের নামাজ আদায় করলো , একটু পর খুতবা শুরু হল ,শুরু হলো মসজিদের জন্য টাকা উঠানো ও , অবাক হয়ে দেখলাম ইমাম সাহেবের জন্যও টাকা তোলা হচ্ছে। অনেকে বুজে নাবুজে জাকাত-ফিতরার টাকা থেকে ইমাম সাহেবকে দেয়া শুরু করলেন।এভাবেই গরীব-অসহায় মানুষের হকের টাকা চলে গেলো ইমাম সাহেবের পকেটে। বলে রাখি দুদিন আগে খতমে তারাবীর সংগ্রহীত টাকার একটা বিশাল অংশ উনাকে দেয়া হয়েছিল ।
ঘটনা দুটির ব্যাখ্যা কি কেউ দিবে, নাকি ধার্মিক দিক থেকে তা ঠিক আছে !!!! দয়া করে জানাবেন কি ?
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৪