কথা জমে জমে হলো অনেকগুলো কথকটিলা
মন-শ্যামলিমায় আর গহীন ভাবনায় যেন মননমিলা,
তোমাকে নিয়ে যাব সেইসব টিলায় একদিন
মনের দুয়ার খুলে যাবে সব, দেখবে সে দিন।
কথাগুলো রেখেছি
তোমারি জন্য এতকাল-
অনেক কথা, অনেক হাসি, অনেক কান্না
জমেছে কত সকাল-বিকাল।
বসন্ত এসেছে বার বার
সময় চলেছে সৌরগতিতে
পৃথিবী বুড়িয়েছে আরো একটু
কিন্তু স্বপ্নগুলো তরতাজা হয়েছে বার বার।
অজস্র স্বপ্ন মিলে মিলে
গড়ে ওঠেছে স্বপ্নসৌধ,
যে সৌধ ভাঙবো একদিন
তুমি আর আমি নিশ্চয়।
তোমাকে রচনা করেছি
শিশির ভেজা ফুলে ফুলে দীর্ঘকাল।
এঁকেছি অনেক ছবি
ক্যানভাসে রঙতুলি ছোঁয়েছি কতকাল।
ভেবেছি অবাক বিস্ময়ে
কে হবে তুমি, হে ভাগ্যবতি?
পর্দার আড়াল থেকে বেড়িয়ে এলে
সত্যই একদিন।
স্বপ্ন আর তুমি
মাঝে রয়েছে অনেকগুলো কথকটিলা-
জানি না কে বড়, কে সত্যি?
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৪