এটিএম বুথ থেকে বের হয়ে দেখলেন দুজন বন্ধু বা লোক গল্পে মশগুল...অাপনাকে তারা পাত্তাও দিচ্ছে না....এমন কি বুথ থেকে বেরুনোর পরও আপনাকে ফলোও করছে না....আপনি নিশ্চিত এরা সাধারণ মানুষ, ছিনতাইকারী না...
উহুহুহু...একদম ভুল...আজকাল এটিএম বুথের আশেপাশেই দাঁড়িয়ে থাকে অনেক ছিনতাইকারী...তাদের দেখে বোঝার উপায় নেই তারা কে?...দাঁড়িয়ে থাকা সেই ভদ্রলোক দুজন হতে পারে ছিনতাইকারী দলের সদস্য...যারা আপনার ডাটা সংগ্রহ করে মোবাইল ফোনে টেক্স মেসেজে জানিয়ে দিচ্ছে নেক্সট পয়েন্টে দাঁড়িয়ে থাকা তার সহযোগীকে ...আপনি পুরুষ না মহিলা?আপনার পরণে কি? পোশাকের রং কি? আপনার চুলের ধরণ..এ তথ্য ধরেই পয়েন্ট টু পয়েন্ট আপনাকেই লক্ষ্য করে চলবে অনুসরণ....নিশ্চিত আপনি বহন করছেন বেশ কিছু টাকা...শুধু সুযোগমতো ক্যাচ ধরার অপেক্ষায়...দেখবেন কেউ আপনাকে ফলো করছে না...তারপরও আপনি ছিনতাইয়ের শিকার....
আজকাল ছিনতাইকারী ফলোয়াররা একটু বেশিই চালাক...খুব কাছ থেকে তারা আপনাকে ফলো করবে না...আপনার চোখ এড়িয়ে যাবার মতো দূরত্বেই তারা আপনাকে ফলো করবে...তাই বুথে ঢোকা বা বেরুনোর সময় একটু দূরেও নজর রাখবেন....
শুধু তাই নয়, বুথের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি বা রিকশাও হতে পারে আপনার ডাটা কালেকটর....দৃষ্টি রাখুন তাদের প্রতিও...ভুলেও বুথের আশেপাশের কোন যানবাহন ভাড়া করবেন না...প্রয়োজনে একটু হেঁটে দূর থেকে ভাড়া করুন...
অনেক বুথে ভীড় এড়ানোর জন্য থাকে একাধিক মেশিন...সাবধান...যার পাশে দাঁড়িয়ে টাকা তুলছেন সে ব্যক্তিটাও হতে পারে তাদের একজন...খুব সুন্দর করে কার্ড ঢুকিয়ে অঙ্গভঙ্গি করে টাকা তোলার ভান করবে সে....পিন নিচ্ছে না, এমনও ভান করবে সে...বুঝতেও পারবেন না লোকটার সমস্ত মনোযোগ আপনার দিকে...খুব যত্ন করে সে লক্ষ্য করছে আপনাকে...আপনি কত টাকা তুলছেন...আপনার ব্যালেন্স কত আছে...তৃতীয় নয়নে সবই সে অবলোকন করছে আপনার অগোচরে....
পাশের জন মেয়ে বলে এড়িয়ে যাবেন না....এটা ভাবা ঠিক না...ভদ্রমহিলা, উনি আর কি করবেন???...উহুহুহু...ছিনতাইকারীরা দলবদ্ধভাবে কাজ করে...হতে পারে এ মহিলাও তাদেরই একজন সদস্য...তাই টাকা তোলার সময় তাকেও বিবেচনায় রাখবেন...দেখবেন সচেতন হতে গিয়ে ভুলেও আবার নিতান্তই বেচারাদের ছিনতাইকারী ভেবে বিব্রত করবেন না...
সাবধান ভুলেও স্লিপটা খালি বিনে ফেলবেন না...কারণ একটু পর আপনি যখন সরে যাবেন....পাশের ছিনতাইকারীর সেই সদস্য আস্তে করে কুড়িয়ে নেবে আপনার স্লিপটা...আর অনায়াসেই জেনে যাবে আপনার কিছু তথ্য...আর এসব তথ্য ছড়িয়ে পড়বে পয়েন্ট টু পয়েন্টে....তাই স্লিপটা ব্যাগ বা পকেটে রেখে দেন...পরে বাইরে কোথাও ফেলে দিন....
টাকা তোলার ক্ষেত্রে সময়টা অনেক বড় বিষয়....টাকার পরিমাণ বড় হলে দিনের বেলায় তা ক্যাশ করার চেষ্টা করুন...কারণ ছিনতাইয়ের জন্য রাতকেই সুবিধাজনক ভাবে ছিনতাইকারীরা...কারণ এসময় অন্ধকারে অনেক সিসি ক্যামেরাকে ফাঁকি দেয়া সহজ হয়....পরিমাণ কম হোক আর বেশি হোক রাতের বেলা একা বুথে না ঢোকাটাই ভালো...খুব গুরুত্বপূর্ন হলে সেভাবে সিকিউরিটি মেইনটেন করে নিরাপদে ক্যাশ করুন.....
শুধু যে এটিএম বুথেই এ ঘটনা ঘটে তা নয়...ব্যাংক থেকে টাকা তোলার সময়ও ছিনতাইকারীরা এ ধরণের কৌশল অবলম্বন করে.....ফেক চেক হাতে নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে...আপনার বোঝার ক্ষমতা নেই সে আপনাকে অনুসরণ করছে আর ডাটা সংগ্রহ করছে...তার সময় এলে সামনের জনকে সূযোগ করে দিচ্ছে বা একটু ভুল হয়েছে... তারিখটা লেখা হয়নি বা অন্য কোন উসিলায় আস্তে সরে যাচ্ছে...কে রাখে কার খোঁজ????
বিকাশ থেকে টাকা তোলার সময়ও এ সাবধানতা অবলম্বন করুন....আশে পাশে চোখ বুলিয়ে নিন....ভিড় কমতে সময় দিন...টাকা তোলার পর নিরাপদে দ্রুত সেই স্থান ত্যাগ করুন...
মনে রাখবেন...আপনার কিছু ঘটে গেলে ক্ষতিটা একান্ত আপনার নিজের...ঘটনার পর যা হয় তা শুধু হয়রানি....চলে যাওয়া টাকা ফেরত আসে না সহজে....তাই ব্যাংক/বুথ/ বিকাশ যে কোন জায়গা থেকে টাকা তুলতে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করুন...আর এই সর্তকতাগুলো নিজে জানুন এবং শেয়ার করুন....
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ রাত ১২:১১