-'গপ্প মেরো না !'
সে কি ! তোমাতে-আমাতে সখিত্ব কি ক'দিনের ?
-'একবারো তো আপন করে নিলে না ?'
তা বৈ কি ! তবে সেদিনের অধরাচুম্বন কি মিথ্যে ?
কত উৎকণ্ঠা সারা রাত্তির -
প্রথম ছোঁয়া ; মধুচন্দ্রিমায়,
কত যত্ন-আত্তিতে অধরসুধা ;
সে তুমি বুঝবে না !
-'এক গপ্প আর কতদিন, প্রিয় ?'
গপ্পটা বেশ পুরনো ;
কিন্তু অক্ষরতুলিকার নিত্য আঁচড়ে-
কালির ঝিম মাদকতায় -
আবেগ টা আজও যৌবন ।
কিংবা বহু বছরের পুরনো সুরা ।
পিয়া, বড্ড পিয়াসী আমি ।
বড্ড নেশা পিয়াসার ।
উন্মাদ আমি ;
একটিবার স্পর্শের প্রতীক্ষা -
মনঃপ্রাণ আলোড়িত সুরভি ।
মনপসন্দের স্বপ্নচারিতা আমি ।
স্মৃতিপট .।
অনুভূত যন্ত্রণা, স্মিত মুখখানা ;
মধুর স্মৃতিভ্রম ।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৫