এক লোক তেঁতুলের ব্যবসা করে।
সারাদিন তেঁতুলের মাঝে থাকে,কিন্তু কখনো তেঁতুলের দিকে তাকায় না।
তাকালেই লালা ঝরে!
ইদানিং তার প্রায়ই স্বপ্ন দোষ হয়। স্বপ্ন দোষে মানুষের কত কিছু ঝরে,কিন্তু সে প্রতিবার ঘুম থেকে উঠে দেখে লালায় বালিশ ভিজে গেছে!
ইদানিং লালা ঝরে শুধু বালিশ না,বিছানাও ভিজে যায়!
মহা অশান্তি!
তেঁতুলের ঝাঁঝে একটা নতুন স্বপ্ন দোষ হইলো। তেঁতুলের ব্যবসা করতে হবে ঘরে বসে,এক সাথে চার পাঁচ কেজির বেশি তেঁতুল বিক্রি করা হারাম।
তাইলে বিছানা গড়াইয়া লালা সারা ঘরে ছড়াই যাইবে!