ভূমধ্যসাগরের পূর্বে ১০,৪২৯
বর্গমাইলব্যাপী ফিলিস্তিন
দেশটি ছিল অটোমান খেলাফতের
অধীন, প্রথম বিশ্বযুদ্ধে যারা ছিল
বৃটেন বিরোধী জোটে৷ তখন যুদ্ধ
জয়ে ফিলিস্তিনদের সহযোগিতা পাওয়ার আশায় ১৯১৭
সালে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড
বেলফোর যুদ্ধে জয়ী হলে এই
ভূমিতে একটি স্বাধীন রাষ্ট্র
হবে বলে আশ্বাস দেন৷
যা ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত৷ যেহেতু আরবরা ছিল ইহুদিদের তুলনায় কয়েকগুণ বেশি, সেহেতু
ঘোষণাটি তাদের অনুকূল বলেই
তারা ধরে নেয়৷ কিন্তু এর
মাঝে যে মহা ধোকাটি লুকিয়ে ছিল
তা তারা বুঝতে পারেনি৷ বৃটিশ
শাসনের শুরু থেকে৷ প্রথম বিশ্বযুদ্ধের সময় বৃটেনের
প্রয়োজনে দুর্লভ বোমা তৈরির
উপকরণ কৃত্রিম ফসফরাস
তৈরি করতে সক্ষম হন
ইহুদি বিজ্ঞানী ড. হেইস বাইজম্যান ৷ ফলে আনন্দিত বৃটিশ প্রধানমন্ত্রী জানতে চাইলেন
কি ধরনের পুরস্কার তিনি চান৷
উত্তর ছিল অর্থ নয় আমার স্বজাতির
জন্য এক টুকরো ভূমি আর
তা হবে ফিলিস্তিন৷
ফলে ফিলিস্তিন ভূখণ্ডটি ইহুদিদের হাতে তুলে দেয়ার জন্য
মানসিকভাবে প্রস্তুতি নেয় বৃটেন৷
প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পর বৃটেন
স্বাধীনতা দেয়ার
অঙ্গীকারে ১৯১৮ সাল থেকে ৩০
বছর দেশটিকে নিজেদের অধীন রাখে৷ মূলত এই সময়টিই
ফিলিস্তিনকে আরব শূন্য করার জন্য
ভালোভাবে কাজে লাগায়
ইহুদি বলয় দ্বারা প্রভাবিত ইঙ্গ- মার্কিন শক্তি৷ [১১]
আরবদের উচ্ছেদকরণ ও ইসরায়েল
রাষ্ট্র প্রতিষ্ঠা বৃটিশরা:-
একদিকে ইহুদিদের জন্য
খুলে দেয় ফিলিস্তিনের দরজা,
অন্যদিকে বৃটিশ বাহিনীর সহযোগিতায়
ইহুদিরা ফিলিস্তিনদের বিতাড়িত
করে নিজেদের অবস্থান সুদৃঢ় করার
জন্য গড়ে তোলে অনেক প্রশিক্ষিত
গোপন সন্ত্রাসী সংগঠন৷ তার
মধ্যে তিনটি প্রধান সংগঠন ছিল হাগানাহ , ইরগুন ও স্ট্যার্ন গ্যাং যারা হত্যা, সন্ত্রাস, ধর্ষণ আর
ধ্বংসযজ্ঞ সৃষ্টির মাধ্যমে নিরীহ
ফিলিস্তিনদের বাধ্য করে নিজ
মাতৃভূমি ছেড়ে চলে যেতে৷
সন্ত্রাসী সংগঠনগুলোর গণহত্যার
কথা যখন আন্তর্জাতিকভাবে প্রচারিত
হচ্ছিল তখন পরিস্থিতকে নিজেদের
অনুকূলে আনার জন্য গুপ্ত সংগঠন
হাগানাহ বেছে নেয় আত্মহনন
পন্থা৷ ১৯৪০ সালে এসএস প্যাটৃয়া নামক একটি জাহাজকে হাইফা বন্দরে তারা উড়িয়ে দিয়ে ২৭৬ জন
ইহুদিকে হত্যা করে৷ ১৯৪২
সালে আরেকটি জাহাজকে উড়িয়ে ৭৬৯
জন ইহুদিকে হত্যা করে৷ উভয়
জাহাজে করে ইহুদিরা ফিলিস্তিনে আসছিল
আর বৃটিশরা সামরিক কৌশলগত কারণে জাহাজ
দুটিকে ফিলিস্তিনের
বন্দরে ভিড়তে দিচ্ছিল না৷
হাগানাহ এভাবে ইহুদিদের
হত্যা করে বিশ্ব
জনমতকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করলো৷
পাশাপাশি ইহুদিদের বসতি স্থাপন
ও আরবদের উচ্ছেদকরণ
চলতে থাকে খুব দ্রুত৷ এর ফলে ২০
লাখ বসতির মধ্যে বহিরাগত
ইহুদির সংখ্যা দাড়ালো ৫ লাখ ৪০ হাজার৷ এ সময়ই ১৯৪৭ সালের ২৯ নভেম্বর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার
লক্ষ্যে ইঙ্গ-মার্কিন
চাপে জাতিসংঘে ভোট গ্রহণ হয়
তাতে ৩৩টি রাষ্ট্র পক্ষে,
১৩টি বিরুদ্ধে এবং ১০টি ভোট
দানে বিরত থাকে৷ প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যার এক-
চতুর্থাংশ হয়েও ইহুদিরা পেল
ভূমির ৫৭% আর ফিলিস্তিনরা পেল
৪৩% তবে প্রস্তাবিত
ইহুদি রাষ্ট্রটির উত্তর-পশ্চিম
সীমানা ছিল অনির্ধারিত ফলে ভবিষ্যতে ইহুদিরা সীমানা বাড়াতে পারে৷
ফলে ইসরায়েল প্রতিষ্ঠা চূড়ান্ত হলেও উপেক্ষিত থেকে যায়
ফিলিস্তিন। জাতিসংঘের মাধ্যমে পাস হয়ে যায় একটি অবৈধ
ও অযৌক্তিক প্রস্তাব৷ প্রহসনের
নাটকে জিতে গিয়ে ইহুদিরা হয়ে ওঠে আরো হিংস্র৷
তারা হত্যা সন্ত্রাসের
পাশাপাশি ফিলিস্তিনদের উচ্ছেদ
করার উদ্দেশে রাতে তাদের ফোন লাইন, বিদ্যুত্ লাইন কাটা,
বাড়িঘরে হ্যান্ড গ্রেনেড
নিক্ষেপ, জোর করে জমি দখল
এবং বিভিন্নভাবে নারী নির্যাতন
করে মৃত্যু
বিভীষিকা সৃষ্টি করতে লাগলো৷ ফলে লাখ লাখ আরব বাধ্য হলো দেশ
ত্যাগ করতে৷ এরপরই ১৯৪৮ সালের ১২ মে রাত ১২টা এক মিনিটে ইসরায়েল রাষ্ট্র
ঘোষণা করলো ইহুদিরা৷ ১০
মিনিটের ভেতর যুক্তরাষ্ট্র
স্বীকৃতি দিল, অতঃপর সোভিয়েত ইউনিয়ন-বৃটেন
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন