আমার প্রথম বই 'ফসিল'। ১৪ টি গল্পের একটি সংকলন।
গল্প এমন একটা ব্যাপার, আপনি ছটফট করবেন যতক্ষণ না এটা মাথা থেকে অপসারণ করছেন আর গল্প আকারে দৃশ্যমান হচ্ছে। লিখতে পারার মতো সুখের কিছু নেই, আমি লিখতে চাই কারন এটা আমাকে প্রশান্তি দেয়, অনুপম আর মোলায়েম একটা অনুভূতি। একসময় মনের আনন্দে লিখতাম, নিজেই পড়তাম। এরপর ফেসবুক বা ব্লগে যখন দু'একজনকে দেখলাম আমার লেখা পড়ছে, ভালোলাগা জানাচ্ছে, বিষয়টা আর একান্তই আমার থাকলো না। আরো বেশি সতর্ক আর দায়িত্ববান করলো আমাকে। যত্নবান হতে শেখালো। আমি আরো পরিশ্রমী হওয়ার চেষ্টা করলাম, গল্প নিয়ে ভাবতে লাগলাম দিনের পর দিন, সবচেয়ে আকর্ষণীয় আর যথাযথ শব্দটা খুঁজতে লাগলাম ঘণ্টার পর ঘণ্টা, বাক্যগুলো ভাঙলাম বারবার গদ্যকে অভিনব আর সুপাঠ্য করতে। লেখালিখি কোন সহজ বিষয় নয়, বহু বিষয় করায়ত্ত করতে হয়, যেগুলো সময়সাপেক্ষ-কষ্টসাধ্য, সাথে বুদ্ধিমত্তা, চিন্তা বা রসবোধের ব্যাপারতো আছেই। আমার সব ক্ষেত্রেই বহু সীমাবদ্ধতা আছে। তবু লিখে গেছি একটা তাড়না থেকে, যেটা আমাকে বাধ্য করেছে লিখতে। আর আমার লেখা নিয়ে অন্যদের আগ্রহ বা উৎসাহ সাহস জুগিয়েছে প্রতিনিয়ত। যার ফলশ্রুতিতে বই বের করার স্পর্ধা। যারা আমার দু একটা লেখা পড়েছেন, অল্প বিস্তর ধারণা হয়তো আছে আমার লেখা সম্পর্কে, আর যারা পড়েন নি, তাদেরকে বলবো, আমার প্রথম গল্পগ্রন্থ 'ফসিল' কিনুন, আশা করি আপনি নিরাশ হবেন না।
গল্পগুলোর পেছনে যে শ্রম, সময়, মেধা ব্যয় করেছি, তা বিচারের ভার এখন আপনাদের উপর। আপনাদের ভাল লাগলেই আমি স্বার্থক। ফসিল সংগ্রহ করুন, অন্যদেরও জানান ফসিল সম্পর্কে। ধন্যবাদ।
কৃতজ্ঞতা প্রকাশ করছি সামু ব্লগের প্রতি, আমার লেখালিখির একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে এই ব্লগ। এখানে এসে এমন সব লেখক আর পাঠকের সান্নিধ্য পেয়েছি, যাদের সমর্থন-অনুপ্রেরণা নিজের প্রতি আস্থা আর বিশ্বাস তৈরিতে সাহায্য করেছে। এটা আসলে বলে বোঝানো যাবে না, এই ব্লগ আমাকে কতোটা মানসিক শক্তি জুগিয়েছে। সবার প্রতি আরো একবার কৃতজ্ঞতা ও ভালোবাসা।
বই- ফসিল (গল্পগ্রন্থ)
লেখক- সায়ান তানভি
সিঁড়ি প্রকাশন
স্টল নম্বর ৩৩৩
প্রচ্ছদ- নির্ঝর নৈঃশব্দ্য
ঘরে বসে সংগ্রহ করুন রকমারি ডট কমের মাধ্যমে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯