শ্রেষ্টত্ব জানাতে;
নাকের উপর এসে দাঁড়ায়!
পা'য়ের নিচে অহংকার, চাপা পড়ে যায়!
কেউ কেউ মগজের ভিতর ঢুকে মগজ খায়!
হৃদয় খেতে গিয়েও;
কেউ থমকে দাঁড়ায়!
ক্ষনিক ভেবে; বুক বেয়ে নেমে যায় গোড়ালির দিকে!
ঊরু থেকে বেয়ে উঠা দয়াহীন যে, সে হৃদয় খায়!
বুক বেয়ে নেমে যায় যে শেষপ্রান্তে;
পা'য়ের গোড়ালি খায় সে!
দলবদ্ধ এক সাথে পেটে চড়া;
নিমগ্নতায় তারা খাবারের উল্লাস করে!
চোখের মণিকোঠায় কেউ কেউ ঢুকে;
পৃথিবীর রূপ দেখা চোখে, অপলক তাকিয়ে রয়!
চিৎকার করা জিভ, কণ্ঠনালী;
কেউ কেউ চিৎকার করে খায়!
আঙুল টিপে মরা কারো
বংশীয়'রা আঙুল খায়!
পা'য়ে চাপায় মরাদের বংশীয় কেউ কেউ;
অনুকম্পায় দূরে চলে যায়!
নিথর পড়ে থাকা, একা!
ভালবাসা মাটি চাপা দেয় স্বজন!
পোকামাকড়, কীটপতঙ্গ সাথী করে!
জাগতিক জ্ঞান মূর্খ বানিয়ে দেয়!
সব কিছু অসহায় করে নেয়!
/বুক বেয়ে নেমে যায় পিঁপড়া
সরকার পল্লব