ফার্মগেটের ভীড়ে মিশে গিয়ে আমি জীবন নিয়ে ভাবতে শুরু করি...
নতুন কোন গল্পের খোঁজ করি...
প্রাণের ভীড়ে প্রাণ খুজেঁ পাই..
জীবনের ভীড়ে জীবন খুঁজে যাই...
মানুষের ব্যস্ততা এখানে আছে..
তেমনি চরম অকর্মণ্যতাও..
কত বিচিত্র ধরনের মানুষ...
আমি তাদের দিকে তাকাই...
তাদের দেখতে চেষ্টা করি..
কিছু দেখি..কিছু দেখি না।
মাঝে মাঝে মনে হয়...অনেক বড় হয়ে গিয়েছি...
এখন জীবনের বিশ্রী রকমের পঁচা গন্ধযুক্ত ক্ষতময় চেহারা দেখার সময় এসেছে।কবিতা লেখার আগ্রহ হারিয়ে ফেলি।
এখন আমার জীবন নিয়ে লিখতে ইচ্ছে করে।
আমার এখন ভালবাসার সংজ্ঞা খুঁজতে ইচ্ছে করে না।
স্বপ্ন দেখতেও ইচ্ছে করে না...!!
ঘুম ভেঙ্গে ভোর এর শিশিড় ভেজা ঘাসে পা ভেজাতে ইচ্ছে করে।মাঝ রাতে ঝুম বৃষ্টিতে একলা ভিজতে ইচ্ছে করে...
তবু কে যেন হাত টেনে ধরে,
-"আরেকটু ঘুমাও!
আরেকটু স্বপ্ন দেখ..."
আমি ঘুমিয়ে পড়ি.....