দিন দিন সমাজের মানুষ হতাশ থেকে আরও হতাশ হয়ে পড়েছেন, কেউ কাউকে বুঝতে চান না, নিজের কিংবা নিজের সংক্রান্ত সমস্ত কিছু সমন্ধে অতিরিক্ত সার্থপর, যে কাউকে নিয়ে সমালোচনা করা, পায়ে পায়ে ভুল ধরা, সাহায্যের বদলে তিরস্কার করা, নিজকে অন্ধের মত ফেরেস্তা হিসেবে গণ্য করে, ফলে কেউ কারো সংগ সহ্য করতে পারে না, কাউকে কেউ পার্সোনাল কষ্টের বা বিপদের কথা বলে সহানুভূতি পায়না, তখন একটা দিকই মানুষের জন্য বেটার অপশন মনেহয় যার নাম আত্মহত্যা।
যে স্বপ্ন নিয়ে মানুষের বেঁচে থাকা সেই স্বপ্নকে সফল করার দায় ভার নিজেরই, অন্য কেউ কারো স্বপ্ন দেখে দেবে না, ক্ষুধা পেলে নিজেকেই যেমন আহার করতে হয় তেমনি নিজেকে যেকোন পরিস্থিতিতে বাঁচিয়ে রাখা নিজেকেই করতে হবে। এটা পরিবারকেই শেখাতে হবে।
পাশাপাশি আমাদের প্রতেকের প্রতি আচার ব্যবহার মার্জিত এবং সুন্দর হতে হবে, ধনী গরীব বাচ্চা কিংবা সিনিওর পার্সন, অথবা নিজ ঘরে। বিদ্যালয়ে , রাস্তা ঘাটে সবখানে।
অরিত্রিদের অকাল মৃত্যুর দায় আমাদেরই, আমাদের এই সমাজের। সকলের।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৩