সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি
ও বুকের সব কষ্ট দু’হাতে সরিয়ে
চল বদলে যাই
তুমি কেন বোঝ না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।।
এই গান কে তার মত গাইতে পারবে?
এইরকম লিরিক তার মত কে লিখতে পারবে?
এই রকম সুর তার মত কে করতে পারবে?
কেউ পারবে না।
অসম্ভব আবেগপ্রবণ এই প্রতিভাবান মানুষটির আত্মার শান্তি কামনা করছি।
R.I.P Ayub Bacchu
আইয়ুব বাচ্চু আমাদের দেশের লিজেন্ড এরকম মানুষ অকালে চলে যাওয়া মানে দেশের সম্পদ হারানো, এক কলিগ খুব তড়িঘড়ি করে তার বোন জামাই মারা গেছেন বলে সকালে যখন বেরিয়ে গেছেন তখন বুঝিনি সে আইয়ুব বাচ্চুর কথা বলছেন। কি আশ্চর্য মানুষ এত হঠাৎ করে মরে যায় কি করে।।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০