মানুষের ভীরেও নিজেকে প্রচণ্ড একা লাগলে কিই বা করার আছে, এমন তো না যে সুখ দুঃখের চাবি হাতে নিয়ে ঘুরছি, চাইলেই সুখের তালা খুলবো চাইলেই দুঃখ গুলোকে একটা ঘরে তালা বন্ধ করে সেই চাবি নদীতে ফেলে দিয়ে আসবো। চাইলেই তো হয়না।
''মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা----- মন খারাপের দিস্তা---------- দিস্তা------ দিস্তা ----- দিস্তা ।''
বাবা মা একটা সময় পর অবুঝ হয়ে যায়, তাদের ভালো রাখলেই তারা খুশি, সন্তানের ব্যথায় কলিজা পুড়ে ছাড় খার হয়ে যাওয়া মুহূর্তে তারা এসে প্রসন্ন মুখে বলবে ডাবের পানি খাবি? কেটে দিতে বলবো? তাদের কাছে যন্ত্রনা বলতে জ্বর ঠাণ্ডা কাশি।
বৃষ্টি হলে সবসময় ভিজতে ইচ্ছে করে, দু হাত উঁচু করে আকাশের দিকে ফিরে অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যত ইচ্ছা অভিযোগ বিধাতা কে জানাতে ইচ্ছে করে।
মানুষের ব্যবহার দিন দিন অসহ্য আকার ধারন করেছে, একটু ভালো কথা বললে কি হয়?
খারাপ ব্যবহারের চোটে মাঝে মাঝে ইচ্ছে করে এক দৌড়ে গিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পরি, অনেকে হাসতে হাসতে ছুড়ি বটি কাচি দিয়ে ক্যাঁচ ক্যাঁচ করে হৃৎপিণ্ড কেটে একদম মাটির সাথে মিশিয়ে দেয়, দিয়ে কি যে শান্তি তাদের।
৭ দিন জ্বরে ভুগে সব কেমন ঘোলাটে আর অন্য রকম দেখছি, আজ সকালে অফিসে ঢুকতে ঢুকতে এক বয়স্ক চুল পাকা মহিলাকে মনে হয়েছিলো ষোড়শী এক অনিন্দ্য সুন্দরী কিশোরী, সে কাছে আসার পর ও।
দেখতে দেখতে পরিবারের বন্ধন ভাই বোন আত্মীয়তার বন্ধন লোক দেখানো কিংবা কিছু না হয়ে যাচ্ছে।
''মন খারাপের এক একটা দিন, নিকশ কালো মেঘলা লাগে।''
এবার কৃষ্ণ চুড়ার ফুল ভর্তি গাছের ছবি তুলতে চেয়েছিলাম। হলনা, আমি বিস্মিত হয়ে লক্ষ্য করেছি আমার একটা সামান্য কাজেও কত বাঁধা!!!!
''তুমি যদি রহিতে দাঁড়ায়ে!
নক্ষত্র সরিয়া যায়, তবু যদি তোমার দু — পায়ে
হারায়ে ফেলিতে পথ — চলার পিপাসা! —
একবারে ভালোবেসে — যদি ভালোবাসিতে চাহিতে তুমি সেই ভালোবাসা।
আমার এখানে এসে যেতে যদি থামি! —
কিন্তু তুমি চলে গেছ, তবু কেন আমি
রয়েছি দাঁড়ায়ে!
নক্ষত্র সরিয়া যায় — তবু কেন আমার এ পায়ে
হারায়ে ফেলেছি পথ চলার পিপাসা!
একবার ভালোবেসে কেন আমি ভালোবাসি সেই ভালোবাসা!''
-জীবনানন্দ
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫২