উপরে যে নিউজক্লিপ টি দেখতে পাচ্ছেন এটির ডিটেইলস দেখুন:
নিউজ পেপার: The Times of London
ডেট অব রিপোর্ট : December 16 , 1971
রিপোর্টার : Peter O' Loughlin
এই রিপোর্ট টি ঠিক যেমনি ভাবে ১৬ ডিসেম্বরের চূড়ান্ত বিজয়ের মুহূর্তের রেসকোর্সের ময়দানের টুকরো টুকরো ঘটনাগুলো জানিয়ে দেয় ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতির অনেক বড় এক প্রচলিত মিথ্যা কেও ডিসমিস করে। কিন্তু এটি বোধহয় অনেকের জন্যই চমকে দেয়া একটি বিষয় হবে যেহেতু বাংলাদেশের অগনিত মানুষ এই অজানা সত্যটি আগে কখনো শোনেননি - জানেননি।
সেজন্যই শিরোনাম : X Facts
বলা হয় "বাংলাদেশ জিন্দাবাদ" একটি পাকিস্তানী ভাবাদর্শের শ্লোগান।
৭৫ পরবর্তী সময়ে এটির আবির্ভাব।
" জয় বাংলা " কে প্রতিস্থাপন করার উদ্দেশ্যেই "বাংলাদেশ জিন্দাবাদ" উচ্চারন করা হয়।
"জিন্দাবাদ" এদেশের গণমানুষের শ্লোগান নয় , চেতনার অংশ নয়।
আসলেই কি সেটা সত্য?
আমার প্রথম সন্দেহটি তৈরী হয়েছিলো যখন ইউটিউবে সম্পুর্ন দেশীয় কারো দ্বারা আনএডিটেড (কারন মুক্তিযুদ্ধ সংক্রান্ত অনেক ক্লিপসই আওয়ামী পন্থীদের দ্বারা ভিডিও এডিটেড হয়ে ইউ টিউবে আপলোড হয়েছে) এই ক্লিপসটি খুঁজে পাই রেসকোর্সের ময়দানের ঐতিহাসিক বিজয়ের মুহূর্তগুলোর।
ক্লিপটি দেখার সময় বেশ কানে বাজছিলো একেবারে শুরুতেই : কেউ একজন মিছিলের নেতার মত করে শ্লোগান দিচ্ছিলো "বাংলাদেশ" , অজস্র মানুষ তার সাথে সুর মিলিয়ে শ্লোগান দিচ্ছিলো "জিন্দাবাদ"।
অনেকটা মিছিলে যেভাবে সবাই শ্লোগান দেয় , মিছিলের নেতা অর্ধেকটা বলে থেমে যায় , বাকীরা পুরো শ্লোগান শেষ করে।
একই সংগে "জয় বাংলা" শ্লোগান যে শোনা যাচ্ছিলো তা বলাই বাহুল্য।
ক্লিপটির শুরুর দিকে কিছুটা বেশী অস্পষ্ট হলেও ১৪-১৭ সেকেন্ড পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। বেশ জোরালো ভাবেই শোনা যাচ্ছিলো "জিন্দাবাদ"
চেষ্টা করেছিলাম Google মামা যদি কোন ফ্রী Sound analyzer দিতে পারে !
নাহ , ফ্রী পাইনি।
তাই খুঁতখুঁতে দৃষ্টি নিয়ে চলি বলে এটাকে শক্তিশালী কোন প্রমান বলে মনে হলোনা।
কিন্তু পিটার লফলিনের রিপোর্ট টি পাওয়ার পর কোন সন্দেহ রইলো না - ক্লিপসে যা শুনেছি সেটা সঠিক শুনেছি।
শ্রবনশক্তি ভুল করেনি।
পিটার ও' লফলিনের রিপোর্টের পুরোটা :
পুরো রিপোর্টটির দরকারী ক্লিপটি দেখুন :
খুব পরিস্কার ভাবেই দেখতে পাচ্ছেন রিপোর্ট টিতে কি লেখা রয়েছে।
তারপরও দরকারী অংশটুকুর বাংলা অনুবাদ করেই ফেলি :
__________________________________________
তখনো গুলি ফোটানোর শব্দ শোনা যাচ্ছিলো পেছনে , উপলক্ষ : পড়ন্ত বিকেলের আলোয় অসংখ্য মানুষ ঢাকা রেসকোর্স ময়দানের সামনে সাজিয়ে রাখা একটি টেবিলকে ঘিরে রেখেছিলো আর বিমর্ষ মূর্তি নিয়ে লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজী আত্নসমর্পনের দলিল স্বাক্ষর করেছিলেন।
রেসকোর্স ময়দানকে কর্ডন করে রাখা ভারতীয় সেনাদলের পেছনে শতশত বাঙালী "জিন্দাবাদ" শ্লোগানে মুখরিত ছিলো।"
___________________________________________
সুতরাং খুব পরিষ্কার ভাবেই বুঝতে পারছেন ১৬ ডিসেম্বরের সেই বিজয়ের মুহূর্তেও এদেশের মানুষের কন্ঠে উচ্চারিত হয়েছিলো "বাংলাদেশ জিন্দাবাদ।"
এই উচ্চারন এসেছিলো বিজয়ের আবেগ থেকে , স্বাধীনতার স্বাদ থেকে , ২০০ বছরের গোলামীর শেষ শিকলটি ভাঙার আনন্দ থেকে।
৭৫ এর পর হঠাৎ করে আসেনি এই "জিন্দাবাদ"।
সোজা শক্ত মেরুদন্ড আর বদ্ধমুষ্টি জাতীয়তাবাদের অনুভূতির ভেতরেই "জিন্দাবাদ" সুপ্ত হয়েছিলো।
চেতনা থেকেই এই শ্লোগান উচ্চারিত হয়।
বাংলাদেশের পতাকা আর মানচিত্রের সব শত্রুর "মুর্দাবাদ" কামনা করেই এই "জিন্দাবাদ" ।
সার্বভৌমত্ব আর সামনে এগিয়ে চলার সবশত্রুকে Bulldoze করার অন্তর্শক্তি দেয় এই "জিন্দাবাদ" ।
বাংলাদেশ জিন্দাবাদ [Long Live Bangladesh] জয় বাংলার [Victory of Bangla]
সমান্তরাল কিছু নয় ,
প্রতিস্থাপক কিছু নয় ,
প্রতিদ্বন্দী কিছুতো নয়ই।
"জয় বাংলা" 'র উর্দুভার্সন "জিয়ে বাংলা" তো নয়ই।
নইলে কি ক্যালক্যাশিয়ান জাস্টিস হাবিবুর রহমান "বাংলাদেশ দীর্ঘজীবি হোক " এর মর্ম বুঝতেন ।
বরন্চ্ঞ " জয় বাংলা " ৭১ এর পেছনে ফেলে আসা স্মৃতির অচ্ছেদ্য অংশ।
আর "বাংলাদেশ জিন্দাবাদ" ?
সারাবিশ্বে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটি বাংলাদেশীর জাতীয়তাবোধের Energizer.