somewhere in... blog

আমার পরিচয়

রাওয়াহা (রাঃ) কবিতার/আবৃত্তি শুনতে চাই কন্ঠে আপনার/খানসা (রাঃ) এর মতন / চাই শোনাতে / হে প্রিয় রাসূল পেতে চাই স্হান/সেই আসরে জান্নাতে।

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

# আঁকড়ে ধর

লিখেছেন Salina Alam, ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৭

ঢিল দিলে হাতের মুঠোয়
ধরে রাখা বেলুন যেমন
হাত ফসকে যায় বেরিয়ে
দ্বীনের রজ্জুকে শক্ত করে
আঁকড়ে না ধরলে হেদায়েতও
তেমনি যায় হারিয়ে।

একদিন হেদায়েত হয়ে যাবো
সবকিছু ছেড়ে ছুড়ে দেবো।
বলে অনেকে
সময় পাবে কি? না পাবে
জানে কে?

আজই এই মূহুর্ত থেকে
তোমার রবের দিকে
ফিরে যদি আসো! তবে
ক্ষতি কি?
ফের যদি ভুলে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২ বার পঠিত     like!

# খেয়াল

লিখেছেন Salina Alam, ০২ রা এপ্রিল, ২০২৫ ভোর ৬:২২

একটু! একটুখানি ফুর্তি করে নিই
এ-ই এইবেলাতেই।
হালাল- হারাম,
অতশত চিন্তা করলে হবে?
মানুষ দুনিয়ায় কয়দিন রবে?

সর্বদা হাসিখুশি মানুষ টি
দারুন ফুর্তিবাজ ছিল একদা
আজ তার খোঁজ কেউ রাখেনা।
না পরিবার-পরিজন,
না তার বন্ধু মহল!

পড়ে আছেএকাকী
একান্তই নিঃসংঙ্গ
নিঃসীম অন্ধকারে!
কয়জনে স্মরণ রাখে তারে
রাখলেই বা তার কি আসে উপকারে।
এখন ফুর্তিতে আছে কি?
সেই সে মানুষটি?

কেউ কেউ সেদিন!
থাকবে সকলে যেদিন
ঘর্মাক্ত কলেবরে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২ বার পঠিত     like!

# বদদোয়া

লিখেছেন Salina Alam, ২১ শে মার্চ, ২০২৫ ভোর ৪:৩৬

একদিন সেদিন যেদিন আসবে!
সমগ্র দুনিয়বাসী দেখবে -----
পিপাসার্ত সমস্ত মানুষের কাতার!
হাউজে কাউসার!
ইনশাআল্লাহ পানি পানের অধিকার
সবচাইতে, আগে সবার
তোমাদের সেদিন থাকবে।

ইয়া রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেদিন সেই ক্ষনে
তৃষ্ণার্তের পানি পানে
দিবেন তাদের অগ্রাধিকার।

ক্ষমা চাই আজ তোমাদের কাছে
আমাদের অপারগতার।
তবে আছে ক্ষমতার
বদদোয়ার।

জালেমের দল অপেক্ষা কর
শীঘ্রই তোদের জন্য ;
প্রস্তুত রয়েছে যাক্কুম, হামীম... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩ বার পঠিত     like!

# ন্যায়!

লিখেছেন Salina Alam, ২০ শে মার্চ, ২০২৫ ভোর ৪:৫৮

যা তুমি, তোমরা করো
একজন মানুষের বিচার!
সামগ্রিক দৃষ্টিতে মনে হয়
ন্যায়বিচার!
এটি আপেক্ষিক শব্দ!
এবং কখনও
সম্ভব নয় দুনিয়ায়
জুলুম,অন্যায়ের!
কোন রাষ্ট্র, সমাজ, গোত্র
গোত্রপতি বা প্রধানের।
একবারই মরে একজন মানুষ!
মেরে ফেললে,মরে গেলে শেষ!
তবে কৃত অন্যায় শেষ কি হয়?
হাজার হাজার মানুষের দায়
মিটে যাবে? না-কি যায়?
নাকি সান্ত্বনা কেউ পায়?
একবার! শুধু একবারই মৃত্যু দুনিয়ায়!
দুনিয়ায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩ বার পঠিত     like!

# রিদওয়ান বা রিজওয়ান, (আরবি: رضوان)

লিখেছেন Salina Alam, ১৯ শে মার্চ, ২০২৫ ভোর ৬:১৯

রিদওয়ান শব্দের অর্থ কি?
আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা'র সন্তুষ্টি।
আর বলো দেখি
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার তুষ্টি
কোন কাজে কিভাবে
পাওয়া যাবে?

যখন করবে তালাশ প্রতি কাজে
এবং চলবে তাঁর দেখানো
সিরাতাল মুস্তাকিমের পথে;
নিজেকে করবে সমর্পণ নিজ মর্জি বাদে
রবের ইচ্ছার কাছে নিজে থেকে নিজে।

রিদওয়ান বা রিজওয়ান হলো
একজন ফেরেশতা নাম।
জান্নাতে জান্নাতীদের অভ্যর্থনার প্রস্তুতিতে রত
যিনি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬ বার পঠিত     like!

# সবরের পুরষ্কার

লিখেছেন Salina Alam, ১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৬:১৭

শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন, যে তুমি খুশি হয়ে যাবে।"
(সূরা আদ দুহা)

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন:
আল্লাহর প্রশংসায় প্রতিটি মুহূর্ত!
আর সর্বদা মনে রেখো
শ*য়*তান! ইব*লিশ খুবই ধূর্ত।

হতাশায় ডুবে
কেন বলো মরতে হবে?
হতাশা শয়*তানের প্রথম সোপান!
ঈমানদারকে জাহা*ন্নামে নিয়ে যেতে।
সমস্যা থাকবে! সমাধানও রয়েছে!
আর সেটা খুঁজে তোমাকেই
যেমন হবে বের করতে
এবং... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩ বার পঠিত     like!

# সখী হে

লিখেছেন Salina Alam, ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ৭:৩৩

সহে না যাতনা!
দুনিয়ায় বেঁচে থেকে কি হবে?
আমায় বলো দেখি মরে যদি যাও
তুমি তবে কি পাবে?

দুনিয়াতে যত যাতনা
দুঃখ ও বেদনা
ভুলে গেলে, ছেড়ে দিলে
ক্ষতি ? না-কি লাভ তবে?

এসে যদি কড়া নাড়ে
মৃত্যু কারো দ্বারে
কেউ-ই যেতে চাইবে না
দুনিয়ার মায়া ছেড়ে।

পরিনতি,পরিনাম
কি হবে? এই ভেবে।
কেন সখী? কেন বলো?
মৃত্যু আপন হলো
পরিবার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩ বার পঠিত     like!

# কায়োমনে প্রার্থনা

লিখেছেন Salina Alam, ০২ রা মার্চ, ২০২৫ ভোর ৬:৪২

আহলাম, সাহলান,
শাহরু রমাদান
একথায় মুমিনের
জুড়িয়ে যায় প্রান।
এসেছে বছর ঘুরে
ফের রমাদান
নাযাতের উসিলা বানায়
যেন মুসলমান।
জবান ও সময়ের
হেফাজত করে
রমাদানের ফযিলত
যেন রাখে ধরে।
প্রতিটি মুহূর্ত রমাদানের
গনিমত মনে করে
গুনাহ ও ফজুল কাজ থেকে
যেন থাকি সরে।
জীবনের সময়গুলো যেমন
করেছি অবহেলা
এগারোটা মাস কাটিয়েছি তেমনি
করে হেলাফেলা।
কায়োমনে প্রার্থনা,কেটে যাক
অলসতাও গুনাহের ঘোর।
এ-ই রমাদানে যেন ঘুরে যায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২ বার পঠিত     like!

# ঘোর অমানিশা

লিখেছেন Salina Alam, ০১ লা মার্চ, ২০২৫ সকাল ৭:০০

পারে কেমনে ?
কোন মানুষ শা*তীমে রাসূল হতে!
আর নিশ্চুপ হয়ে থাকে শা*তীমের কথাতে?
সারা বিশ্বের বানানো তালিকা মতে
পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি।
যাকে না বানালে এ-ই দুনিয়াতে
দুনিয়ায় সৃষ্টি হতোনা যেখানে।
সমস্ত মানুষের কল্যানকামী;
ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলের জন্য
রহমাতুল্লিল আলামীন যিনি।
বড়ই গর্ব! উচ্চমার্গীয় জ্ঞান নিয়ে করে যারা
নিজ অস্তিত্ব, অতীত,ভবিষ্যৎ,
শেষ পরিনতি নিয়ে জ্ঞান-অর্জন,দুরে থাক;... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২ বার পঠিত     like!

# দায়মুক্তি?

লিখেছেন Salina Alam, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:১৪

আয়না ঘরের কান্নার বয়ান
ঘোরে ঘরে ঘরে, মোবাইলের স্ক্রিনে
তৈরি করে বিবমিষা মানুষের মনে।
মনে হয় এটাও একটা সংবাদের আইটেম
সংবাদ পত্রের।
যেমন খুন,ধর্ষণের সংবাদ প্রচার;
মুখরোচক ভাবে পরিবেশিত হয়
সংবাদ মাধ্যমগুলোয়;
ওয়েব সিরিজের মতো সিরিজ ও
তৈরী করে;
ঘটনার ধারাবিবরণী করে প্রকাশ
সপ্তাহ অথবা মাস ধরে।
নৃশংস হত্যা, ডাকাতি, ধর্ষন,রাহাজানি
নতুনত্বের কাভারেজে ঘটনার বর্ণনা,
কাগজের কাটতি যেমন বাড়ে
তেমন প্রতিযোগিতার বাজারে
দীর্ঘমেয়াদী... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭ বার পঠিত     like!

# আনাস

লিখেছেন Salina Alam, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৫

ভাই আনাস! তুমি জানো কি?
আনাস শব্দের অর্থ কি হয়?
এর অর্থঃ বন্ধু,সঙ্গী
সহজ,প্রিয়,স্নেহময়!

আনাস নামের মানুষ বন্ধুপূর্ণ,দয়ালু
সহানুভূতিশীল হয়ে থাকে;
বেশীর ভাগ ক্ষেত্রে সত্যবাদী হিসাবে
পরিচিতি পায় গোত্রে, সমাজে,ভূলোকে।

আনাস তুমি তো নিশ্চয়ই জানো
কার নামে নাম তোমার?
নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
একান্ত প্রিয়ভাজন সাহাবী
আনাস রাদিআল্লাহু তাআ'লা আনহুর
নামে নাম!
নবীজীর নিকটতম
অবস্হান ছিল যার!

দোয়া করি পিতা-মাতার মতো
বড়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩ বার পঠিত     like!

# আহা সেই "স্বাদ- Swaad"

লিখেছেন Salina Alam, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৪০

আচার যদি খেতে চাও তাড়তাড়ি বলো
চাইলে খেতে এক্ষুনি অর্ডার দেই চলো।

আচারের নাম নিতেই জিভে আসে জল
কিসের,কিসের,কোন আচার খেতে চাস বল্।

আমলকি, চালতা,জলপাই আছে, এই সীজনে
বিলম্বেরও আচার হয় যে,সেটা জানে ক'জনে।

তেতুলের আচার,ক্যানডি আরো হয় গোলা
অরুচি মুখে তে স্বাদ যাবে নাকো ভোলা।

আমের আচার,আমসত্ত্ব আর আমচুর
বানানোর কে ঝামেলা করে?
দুর!দুর!দুর!

রসুন পেয়াজ,আমড়া কাঠাল আরো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩ বার পঠিত     like!

একুশ এসো তুমি

লিখেছেন Salina Alam, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:৫৬

একুশ এসো তুমি
আমার মায়ের দুচোখ ভরা
অশ্রু নিয়ে
একুশ তুমি এসো
ফাল্গুনের ঝিরিঝিরি
হাওয়া হয়ে।

একুশ তুমি এসো
নিয়ে রাজপথের রক্তাক্ত স্মৃতি
তোমায় নিয়ে বাঁধে বাউল
অরুণ করুণ গীতি।

একুশ এসো তুমি
আমাদের সমস্ত ভুলত্রুটি
শুধরে দিতে
একুশ তুমি এসো
মোদের হৃদয়ের ভালোবাসা
ও শ্রদ্ধা নিতে।

একুশ তুমি এসো
আমাদের বাইরের খোলাসটাকে
করতে চুর্ণ
একুশ এসো তুমি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪ বার পঠিত     like!

# রক্ত- সাক্ষর

লিখেছেন Salina Alam, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:৫২

কি করে ভুলবো সেদিনের কথা!
যেদিন আমাদের তরুনেরা
বুকের তাজা রক্ত দিয়ে করেছিল সাক্ষর,
রেখে গেছে ইতিহাসে অমর অক্ষয়
এক স্মৃতির তাজমহল!
সেদিন সালাম,রফিক,বরকত
আরো নাম না-জানা কত
তরুণের লালখুনে
রাঙা হয়েছিল রাজপথ।
মুখে মায়ের মুখের বুলিকে
দেয়নি হতে তারা লাঞ্চিত
তাইতো দামালেরা ছুটে বেরিয়েছিল রাস্তায়।
মিছিলে ফেস্টুনে একাকার রাজপথ!
মুখে মায়ের বুলির মুক্তির দাবী।
আর তখনই ছুটে আসে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫ বার পঠিত     like!

# নিশ্চিত

লিখেছেন Salina Alam, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৩

একদিন ঘুম ভেঙে জেগে উঠে দেখবো
চারপাশে আঁধার,
চাপচাপ অন্ধকার, সব একাকার।
নাকে লাগবে মাটির সোঁদা গন্ধ!

ঘন কালো সেই অন্ধকারে নিজ শরীর
পরনের পরিহিত সাদা কাপড়
হবে দৃষ্টি গোচর?

পৃথিবীর বুকে কত শত
মানুষের আনাগোনা,
পরিচিত, অপরিচিত,
বান্ধব,প্রিয়জন
ঘিরে থাকে সারাক্ষণ।

একাকীত্বেও তাদের উপস্থিতি পাই টের।
কারো মুখ, কখনো ঘ্রান! মনে পড়ে,
অনুভবে উপলব্ধি জেগে ওঠে
বিবমিষা অন্তরে!... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০৯৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ