# সুখ
আমার দেখা মানুষ গুলো
বেশিরভাগ সুখে নেই
বেঁচে আছে কোনমতে;
কেউ অসুস্থতায়,
কেউ পরিবারের টানাপোড়নে
কেউ অস্বচ্ছলতায়,
কেউবা দারিদ্র্যের কষাঘাতে।
সুখ! একটি আপেক্ষিক শব্দমাত্র।
এর সংগা যদি খুঁজতে
যাও তুমি দুনিয়াতে
তবে গোলকধাঁধার ঘুরপাকে পড়ে যাবে।
এ গোলকধাঁধা থেকে বেরোতে
কখনো না তুমি পারবে।
একেক জন সুখ খুঁজে পায়
যার যার নিজস্বতায়।
তার প্রকৃতি, চরিত্র, চাহিদায়।
প্রকৃত সুখ যেমন পাবেনা এ... বাকিটুকু পড়ুন
