★ যখন দেখবেন সে তার টাকায় বিলাসিতা করছে ঠিক তখনই অসহায় গরিব মানুষদের টেনেহিঁচড়ে সামনে আনবেন। কবির ভাষায় বলবেন,
চারিদিকে হাহাকার চিৎকার চিৎকার
একমুঠ ভাতের সংগ্রাম,
বিলাসিতা করে যে, পাছায় লাথি দে
হোক মানুষের জয়গান।
★ কিন্তু ওই মানুষটি যদি বিলাসিতার পাশাপাশি দান করে এবং অসহায়দের আপন মনে করে। তখন শয়তানের আসনে আসীন হয়ে বলবেন,
আর কতো অভিনয়?
অসহায় পুঁজি করে লোকালয়ে সবিনয়!
★ নাহ! এইবার আর থামার দিন শেষ। খুঁজতে হবে ঠিক কোথায় অজান্তে ভুল হয়েছে। মাফ চাইলে হবে না। এর শেষ দেখে ছাড়বো। বলবেন,
সমাজটারে দূষণ করতে সংস্কৃতিতে আঘাত,
বয়কট করো মানুষ হলে, পরে জাতপাত।
★ অনেক সমালোচনা হলো, কিন্তু থামানো ত গেলো না। আরো চটপটে জনপ্রিয় হচ্ছে। এবার কড়া মশলা দিয়ে ইনিয়েবিনিয়ে বলবেন,
এই সমাজে মানুষ খুঁজি, মানুষ কোথায় পাই?
আজগুবি সব ভন্ডামীতে অন্ধ দেখি সবাই,
মানুষ হয়ে জন্মেছি তাই সাম্যের গান গাই
মানুষের মতো দেখতে অনেক, মানুষ তবু নাই।
★ যাক এইবার অতি সুশীলতার ছায়ায় অনেকে আসলেও তেমন ফায়দা হচ্ছে না। কোনভাবেই থামানো যাচ্ছে না।
তখন লেজ গুটিয়ে সময়ের অপেক্ষা করবেন। সুযোগ আসলেই হাতছাড়া করা যাবে না৷ প্রস্তুত থাকবেন। একদিন জীবনের আয়ু কমে আসবে। শেষ নিশ্বাসের আগে বলে যাবেন,
আমাকে পুড়াবেন না। মাটিতে কবর দেবেন না। আমি ওইসব সংস্কৃতি বিশ্বাস করি না। আমাকে ফেরাউনের মতো জাদুঘরে রেখে দেবেন।
তারপর শয়তানের আসন থেকে অবসর হয়ে উত্তরসূরী আরেকজনকে বসিয়ে বিদায় নেবেন।
সমালোচনার উপায়
সালাউদ্দিন শাহরিয়া
১. ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:১০ ০