সালাউদ্দিন শাহরিয়া
নিরবে নিরবে কেনো জানি মনে পড়ে
বসন্তের কথা, বর্ষার ভর দুপুরে
হারিয়ে যাওয়া সেই সুখ।
চারিদিকে ভালোবাসা আপন জনতা
তবুও যেনো, অনুভব করি শূন্যতা
হারিয়ে যাওয়া সেই সুখ।
এই বৃষ্টির শহরে কবে ছিলো রোদ
প্রতিনিয়ত চলছে মিথ্যে প্রতিশোধ
আঘাতে যে ছিন্নভিন্ন বুক।
কবে যে হবে, সেই চিরসত্য মহাপ্রলয়
শূন্যতায় আর হবে না হৃদয় ক্ষয়
থাকবে না আর কোন দুখ।
পাহাড় সমান অভিমান নিয়ে আছি
প্রতিটি মূহুর্ত দীর্ঘশ্বাস নিয়ে বাঁচি
মহানিশা একমাত্র বুঝে,
ভালো থাকো না পাওয়া সেই সুখ
আমিও প্রতিক্ষায় থাকবো যুগ যুগ
যারে অবাধ্য মন খুঁজে।