আর শুনা যায় না সেই ধ্বনি!
যেই ধ্বনিতে রাত্রিবেলা ঘুম আসতো,
হাজার হাজার স্বপ্ন চোখে ভাসতো।
সারাদিনরে ক্লান্তি নিমিশেষই শেষ হয়ে যেতো,
দুঃখ-কষ্ট; সুখে পরিণত হতো পানির মতো।
আর শুনা যায়না সেই ধ্বনি।
আর দেখিনা আকাশে আমার কাল্পনিক রাখা তারা,
মনে হয় লাল বামন তারার মতো লক্ষ বছর হয়ে গেছে,
যার ফলে ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে।
আর দেখিনা সেই তারা
যেই তারা শুধু খোলা আকাশে নয়,
আড়ালেও দেখতাম আমি।
আর দেখিনা সেই তারা।
- সালাউদ্দিন শাহরিয়া -