আমার মায়ের ডাকটি যেন মিষ্টি সুমধুর
মায়ের ডাক শুনলে পরে দু:খ হবে দূর।
মায়ের সাথে এখনোতো করি কত খেলা,
ইচ্ছে করে এমন করে কাটাই সারা বেলা।
মায়ে বকা দিলে মনে লাগে একটু ভয়,
গালভরা চুমু খেলে কেটে যায় সংশয়।
মায়ের চেয়ে আপন আমার আর যে কেহ নাই,
সারাজীবন মায়ের হয়ে কাছে থাকতে চাই।
( আজ থেকে সাত বছর আগে এমন একটা "মা দিবসে " জাতীয় কবিতা লেখা প্রতিযোগিতায় লিখে পাঠিয়েছিলাম এই কবিতাটা ।
পুরষ্কারও পেয়েছিলাম বটে । তখন আমি ক্লাস ফোর এ ।
এখন কলেজে পড়ি । অনেক বড় হয়ে গেছি। সময় জুটে না এখন , আম্মুর সাথে বসে বেলাভর কথা বলার । জাগতিক যান্ত্রিকতায় আমরা যেন কেমন জানি হয়ে গেছি। আগেকার সেই নির্মলতা আর নেই। কী একটা জিনিস দুরে সরিয়ে দিতে চায়। কিন্তু না।
মা-ছেলের অকৃত্রিম নিখাদ নির্মল মমতায় কিছুমাত্র ঘাটতি পড়েনি। শুধু সেটা প্রকাশের পরিসর টুকু মেলে না।
ভালবাসি আম্মু তোমাকে। তবু তোমার মত অত বেশি ভালবাসা হয়তো নেই আমার কাছে, যতটা তুমি ভালোবাসো আমাকে । অথচ তুমি দেখাও না ততটা , নিভৃতেই যেন তোমার ভালবাসা। অন্তরে ..... )