মুসলিম নারী কি তার Career গড়তে পারে ঘরের বাইরে?
অবশ্যই পারে -
1) যদি ইসলামিক শরীয়াহ মেনে করা যায় তথা হিজাব রক্ষা করা যায় । এক্ষেত্রে নারি ও পুরুষগনের কাজের পরিবেশ এমন হতে হবে যাতে কোন ক্রমেই নারি পুরুষ অবৈধ কোন কর্মকাণ্ড করার সু্যোগ না পায় ও এরুপ সম্বাভনার রেশ মাত্র থাকে না ।
যেমন নির্জনে বা কোন রিজার্ভ কক্ষে দু জন নারি পুরুষ একত্রিত হওয়া। কিংবা অযথা আড্ডা প্রভৃতির সুযোগ না থাকা ।
2) মেয়েদের প্রধান দায়িত্ব ও মর্যাদাবান কর্তৃত্ব হল মাতৃত্ব। একজন পুরুষ তো আর সেই কাজ পারে না ? মাতৃত্ব কে বিন্দুমাত্র জলাঞ্জলি দেওয়া কখনো সমিচীন নয় । তাই পরিবার ও মাতৃত্বের মহান মর্যাদাবান দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটে, এমন কোন কাজ নয় ।
ইসলাম যে পথ দেখিয়েছ তাই যথার্থ ।
তথাকথিত প্রগতিবাদীদের বলবো, আল্লাহ আপনাদের যেমন বানাইছেন, আপনাদের জন্যে বিধান ও দিছেন । আল্লাহ যে বিধান দিয়ে দিয়েছেন তা সর্বকালের জন্য , সমগ্র দুনিয়ার জন্য, কিয়ামত পর্যন্ত থাকবে সর্বশ্রেষ্ঠ বিধান হিসেবে, আসুক যত আধুনিকতা, হোক যত নারী নীতি, কোন মানুষের তৈরি বিধান কখনো শান্তি দিতে পারে না, যথার্থ হতে পারে না , যদি সেটা স্রষ্টা প্রদত্ত বিধানের সাথে অসংগতিপূর্ণ হয় ।
আপনি তো আর মহান স্রষ্টার চেয়ে বেশি জানেন না?
নেলসন মেণ্ডেলা আন্দোলন করেছেন ? লক্ষ করুন, সেটা ইসলামে প্রদত্ত সাম্যবাদ এর একটা বাস্তবায়ন মাত্র।
যা কিছু ভালো তা ইসলামের ই অন্তর্ভুক্ত, জানতে চেষ্টা করুন স্বীয় জ্ঞান দিয়ে ।
ডা. জাকিরের সেই চ্যালেঞ্জ এর প্রতি আমি শ্রদ্ধা জানাই, " ইসলামে এমন কোন বিধান খুঁজে পাবেন না, যা বিন্দুমাত্র মানবতার বিরুদ্ধে যায়, যদি সন্দেহ হয়, তবে সেটা আপনার জ্ঞানের সংকীর্ণতা । দয়া করে কোন মুসলিমদের তুলনা দিয়ে কিছু বলবেন না, ইসলামকে মুল্যায়ন করতে হলে কুরআন পড়ুন, হাদিস পড়ুন, সাহাবাদের ইতিহাস পড়ুন।
এমন উত্তম দৃষ্টান্ত আর কোথায় পাবেন?