হাতিয়া নেমে মোটরবাইকে ৩২ কিমি দূরের মোক্তারিয়া ঘাট। সবুজের বুক চিরে সোজা পীচ ঢালা রাস্তা। আর চারপাশে গ্রাম্য চিরাচরিত বিশুদ্ধ আর অম্লান ছবি। পথে নামার বাজার এ একটু থেমে গরম-গরম জিলাপি আর মহিষের দুধের চা (আমি লাল চা...!) সেই জিলাপি আর চা খেয়েও এক ঘটনা...! এরপর মেঘনার মোহনায় পৌঁছে, নৌকার অপেক্ষা আর নদীর পাড়ে বসে-বসে ওপারে স্থির, এতদিনের গল্প শোনা আর স্বপ্ন বোনা... সবুজে ঘেরা হরিণদের আলয়, নিঝুম দ্বীপকে দেখা।
দারুণ অনুভূতি ওই দেখা যায়... যায় না ছোঁয়া...! যেন থেমে থাকা মেঘ...! দেখতে পাবে... ছুঁতে নয়...! কিন্তু আমরা তো ছোঁব-ই...! ছুঁতে-ই তো এসেছি...! ছুঁয়ে, দেখতে, চোখ জুড়াতে, মন ভরাতে, স্বাদ মেটাতে। অরন্যের... গহীনের... হরিণীর... সবুজের... নিস্তব্ধতার... সীমাহীন জলরাশির... দিগন্ত জোড়া আকাশের... আর একরাশ প্রশ্নের...! কি প্রশ্নের...? সে অজস্র... সীমাহীন.....!
৩০ মিনিট অপেক্ষার পরে নদীর হৃদয় নিয়ে খেলতে-খেলতে, হেলে-দুলে, নৌকা এলো (ইঞ্জিন চালিত)। বেশ... উঠে পড়লাম সবাই-ই, বেশ আরামে আর স্বচ্ছন্দেই। এবার আমরাও চলছি হেলে-দুলে, ঊর্মির দুলুনিতে...! এইবার জমবে মজা... কেন?
মাঝির নির্দেশ... প্যান্ট ছেড়ে এবার লুঙ্গি পড়তে হবে যারা প্রথম এলাম তাঁদের উদ্দ্যেশে...! কেন? কারণ সামনে পানি শুকিয়ে এতো নিচে নেমে গেছে যে,শক্ত মাটি পর্যন্ত নৌকা যাবেনা...! সুতরাং নামতে হবে অনেক দূরে... যেখানে শুধু কাঁদা আর কাঁদা...! কোমর সমান কাঁদা...! সবাই একটু উদ্বিগ্ন...! এখন এই ব্যাগ... জুতা... অন্যান্য সব নিয়ে কিভাবে পেরুবে... এই কাঁদার সাগর...!
কিন্তু উপায় নেই কোনোই। পেরুতেই হবে। শুরু হল একদম-ই নতুন রোমাঞ্চ। সবাই নামলো... কিন্তু প্রত্যেকেই তার সাইজের অর্ধেক হয়ে গেল নিমিষেই...! কারণ? বাকি অর্ধেক কাঁদার নিচে...! এক পা তুললে আর এক পা তোলা যায়না...! আর দুই পা যদি একই জায়গায় দেয়া হয় তো কথাই নাই...! আর নড়াচড়াই করা দায়...! এভাবে এ ওর হাত ধরে... কেউ পিছন থেকে ঠেলে... কেউ কাউকে টেনে ধরে... পরে-মোরে উপরের দিকে যেতে থাকলো! এই ফাঁকে... অন্য একটি টিমের একজনের পকেট থেকে পরে গেল তার অনেক দামি আর চকচকে মোবাইল! সেই থকথকে কাঁদার ভিতরে...!
আহঃ বেচারা...! চোখ-নাক-মুখ-গাল-কপাল-কান সব লাল হয়ে গেলো মুহূর্তেই...! চেহারার অভিব্যাক্তিটা এমন ছিল যে... যে বা যারা তাকে নিঝুম দ্বীপ আসতে উদ্বুদ্ধ করেছে, পারলে সব গুলোকে গুলি করে...!
এরপর কোনমতে স্বাভাবিক ভাবে ১০ সেকেন্ডের পথ... ২০ মিনিটে পেরিয়ে এলাম। আর সাথে নতুন কিছু জয় করার রোমাঞ্চ......! এইতো আমাদের স্বপ্নের সীমানা...! আর একটু গেলেই, কাঙ্ক্ষিত সেই...
“নিঝুম দ্বীপের... নিঝুম অরন্য...”
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২২