..................
ওহ খোদা........
হিসাব করে তসবি গুনে
পাবো কি তোমার দেখা ...!
অন্তর সিংহাসনে বিরাজ তুমি
যদি বলি...
একটু সম্মুখে দেখা দাও....
আড়ালে বলতে শুনি...আলবিদা আলবিদা.......।
ফা-ফরমায়েশ,কলাকৌশলে,ঘরের কোনে মৌনতায়..
এমন কি নেচে গেয়ে...
হউক ভিন্ন ভিন্ন পথ.....বিভিন্ন মত
তুমি তো জানো....দুইহাত যখন উপরের দিকে তুলি
তা তোমার পানেই যায়...।
দীন হীনের দাবী ,কীভাবে ফেরাও ...!
করুনাময় তোমাকে নিষ্ঠুর বলতে বাধ্য হই।
বলতে শুনি.....
"শুদ্ধমনে ডাক যদি বেশী দুরে নই,
হাত বাড়ালে পাবে তুমি, নূর কে নিশ্চয়"।
লোভ ছাড়ি,স্বার্থ ছাড়ি,হিংসা ছাড়ি
ডাকতে চাই তোমায়...
তবুও নেপথ্যে লোভ-হিংসা বাঁধে বাসা
কূটচালে এ মন কে শাসায়।
এ কী ছলনা, সরলা মন মানে না ..
অতি ভক্তিতে আছে কী শুধু ভাগ্য -বিড়ম্বনা...।
'তোমার স্বত্তা যদি তোমাকেই দুরে ঠেলে.....খোদা
কীভাবে সাজাবে এ সৃষ্টি ....আমাদের একা ফেলে...!!'
বলতে শুনি.....
"মানুষতো সেরা সৃষ্টি
রয়েছে তাদের সেরা কৃষ্টি
ভাবনা কেন করে,সততা,নিষ্ঠায়,যে আমাকে ডাকে,
যে ধর্য্য ধরে,সেই অনুভব করে পরমপ্রাপ্তি,
আমি তো আছি,আমি তো তাদেরই মিলিত শক্তি"।