হঠাৎ কী ভেবে আলোটুকুন তোমার মুখের উপর পড়লো, আমি তাকিয়ে থাকলাম বেঘোরে, আলোটুকুন তোমার হাসির সাথে মিশে বানালো এক মিষ্টি রসায়ন ! সূচনায় চিকন বাঁকা সে আর আমি জন্মগত বেকুব বেতাল।
শরতের রোদেলা, হালকা সাদা মেঘের উপর লুটোপুটি খেতে খেতে তোমার কপোল চুমিয়ে যাচ্ছে, আধর বেয়ে নামছে পরম বক্ষে, আমার স্বপ্নের আলো-ছায়া সহবাসে দুই প্রেম জীবাংশ নাচে আর নাচে।
আসংখ্য ভাবনা থাকে পাহাড়ায়, তারপর ও চুরি হয়, নেশাতুর শুশুক হয় জয়ী, আহ্বলাদে আলোয় হয় আলোকিত।
আলোর সাথে তোমার দোস্তীপনা দেখে আমি রীতিমত জ্বলছি, চোখ দুটো জ্যামিতিক গুনে ট্যারা হচ্ছে ।" সকালে দেখি, লনে চা খেতে খেতে তুমি , সংবাদপত্র আর সেই আলো। ঠিক জমিয়ে ফেলেছ, স্বল্প মেয়াদে অসাধারন বোঝপড়া ! সময়ের স্বাভাবিকতা মানতে নারাজ সেই নচ্ছার আলো, লজ্জা শরম নাই, আমার সামনেই তোমার ভিজা চুলের গন্ধ নিচ্ছে, স্পর্ধা কত দেখ? আমার চোখে ও এসে পড়ে ঝালর বাতি নিয়ে।
তোমার সাথে এ আলোর অতি আবেগী মেলামেশায় আমি দারুন ভাবিত, নির্জলা সত্য হলো, আমি প্রচন্ড স্বার্থপর তোমার যে কোন বিষয়ে, তোমাকে কেউ ছোঁবে , আমি সহ্য করতে পারি না, হয়ে পড়ি হিংস্র কালাপাহাড়।
তোমাকে এ ব্যাপারটা জানাতে পারতাম, শেষে সিদ্ধান্ত নিলাম, তোমাকে কিছুই জানাব না, কারন তোমাকে আলো আমিই দেখেয়েছি আমার এ দুচোখ দিয়ে, আর তাই আজ আমার চোখ অন্ধ করলাম, আমার চোখ বন্ধ করলাম।