মনে কি পড়ে তোমার, এ আমাকে
অসময়ে অযথা জ্বালাতন, সারারাত কথা মালা, দুরে অন্ধকারে ঝাউবন, বিরহী বুক কেঁদে ভাসায় নিজেকে।
তবুও কত কী বলার ছিল, কত কী বলবে, গীটার টা পিঠের সাথে, হাতে সীগার জ্বলবে। হাওয়া তবু সাহস দেয়, এক সাথে গাইবে, নির্ঘুম রাত লাজুক তারা, বরফ মোনালি তে গলছে।
সে দিনের নিস্বার্থ বুকে টানা, চোখ বুঝা অন্তরে চিন্তার দিগন্ত খোলা, বৃষ্টির ফোটা বুক পকেটে, সফেদায় ক্লান্ত অংশুমান।
আমার চকচকে পাঁচটাকা, টুক করে রেখেছি মধ্যাহ্নের অতল সিন্দুকে, গোল করে ঘুরবো বলে ধরলাম বিন্দুকে, আমার ভালোবাসা বুড়িগঙ্গার জলে।
পড়তে পারি না, হালফ্যাশনের জাঙ্গিয়া দেখানো জিন্সের প্যান্ট, স্টিলের পাত হাতে, গলায় হাজার লাল কালো দড়ি, মনে থাকে না নামী কবিতার কোন ব্যস্ত লাইন, তবে কেন মনে থাকে তোমার মোবাইল নম্বর, তোমার নাম, তোমার স্বর।
ফ্রিকুয়্যান্সি মিস করা সতেজ লাইসেন্স।