তুমি তো শোননি
বলেছি বার বার, ভালোবাসি শুধু তোমাকে, শুধুই তোমাকে
তুমি তো শোন নি,
চলে গেলে দূর পথে, সাজানো রঙিন রথে
অন্তরে কুহরে মরে, ফসিল আশার হাতছানি।
প্রথম দিনের দেখায়, বেনী দোলানো বেলায়
কী মায়া ছড়ালে, বুকে ব্যস্ততা বাড়ালে,
নুপুরের বিরহ সুরে কোথায় যেন হারালে।
আজো কাঁদে অবুঝ মন, হৃদয়ের রক্তক্ষরণ
চোখের জল ঝরে আড়ালে।
এ জীবনে হবে না দেখা জানি, যদি দেখা মিলে পর-জনমে
আমার এ চাতক চোখ চিনে নিবে তোমায়, সেই মিলন ক্ষনে,
অপেক্ষার পালা, হউক না সাতজনম,
জাতিষ্মর হব আমি, শুধু তোমার জন্য, অফুরান ভালোবাসা থাকবে আমরণ