সেদিন বলিনি, আজ বলছি
যদি ভালোবাসো, রমনার ঝড়ে পড়া বকুলের মালা আমার চাই চাই।
ভিজবো দুজনে পার্কের কোনে, সময় বলবে " আমি তবে যায়"!
আজ শুনবো না কোন জ্যামের কথা
অথবা বসের হুকুমগিরী, এসো তারাতারি,
থাক না যতই বৃষ্টির বাড়াবাড়ি।
কোথায় তুমি? কোন দিকে আসছো ?
দরকার হলে লোকাল ধরো, ৬, ১০, ১৩, যে কোন একটা...
" অফিসের পর ক্লাস ", মারবো ছুড়ে গ্লাস। তারাতারি এসো জান, আজ তোলা থাক সব ফালতু ফান।
অষ্টগোলাপ চাই না আমি, চাই না কোন চিজি বার্গার, চুইংগাম, অথবা চকোলেট,
খবরদার আজকে অন্তত করো না , আমার মেজাজের অমলেট,
তারাতারি এসো লক্ষীটি,
না হয় সদর হবে চিরতরে বন্ধ, আজকে আমি চাই ই চাই তোমার গায়ের গন্ধ।
নেমে পর সামনের গলির মোরে, আজ লাজ লজ্জা সব যাচ্ছে সরে,
তুমুল বৃষ্টিতে ভিজবো মনভরে।