ভালোবাসার আমলনামা
ফোনেই আলাপ
দেখা হতে হতে হয়নি
তবুও আবেগের সলতে পোড়া কমেনি
প্রতিদিন হয় চেনা জানা, আবার প্রতিদিনের অজানা,
পেন্ডুলামে আরামে দোল খায় ক্রিস্টাল সময়খানা,….ভালোবাসার আমলনামা।
কতশত রাত গেল, চোখে ঘুম নেই
টু-পিন প্ল্যাকে ব্যাটারি লম্বা দম দেই
শুধু চলে হা হুতাশ, রোমান্টিক পদ্যালাপ, কী -প্যাডে হয় ঠোঁটের অস্থায়ী ঠিকানা…..ভালোবাসার আমলনামা।
লনে দাড়িয়ে, চাদর মুড়ে, অথবা ছাদে
পানির ট্যাংকীর হেলানে
আটকে যেত ঝড়-বর্ষা,কিংবা রিফিলের দরজা, কুয়াশা বিলাতো লজ্জা শয়ানে,
কী ভেবে রক্ত , শিরশিরিয়ে সাজাতো বিবিয়ানা…..ভালোবাসার আমলনামা।
প্রথম তো নয়, তবু প্রথমই বলা যায়,
কথার পাহাড়ে ওঠে ঘুম করে হায় হায়
কতদিন সূর্য ওঠে ডুবে গেছে ধীরে
কথার ঠেলায় চাঁদ, রাত শেষে মরে।
ললিপপ না বলা বেজে ওঠে চরমে
টিপিক্যাল মন সুযোগী হয় গোপনে।
অপেক্ষার ভাগাভাগি, ব্যস্ত বিচরনের মানচিত্রখানা, সামনে এসে দাঁড়াতে বললে, থাকতো সাহসের মানা….ভালোবাসার আমলনামা।