আজকে মা দিবস। সবাই আজকের দিনটাকে মা মা করে ফেসবুক ওয়াল ভরিয়ে ফেলবেন। যেটা আমিও করতেছি। কিন্তু কথা হল যারা ভাবতেছেন প্রতিদিনই তো ভালবাসি মাকে। তাই আজকের এই একটা দিনে ঘটাকরে সেলিব্রেট করার কোন মানে হয়। না মানে হয় না ! কারন এটা তারাই বলবেন যারা আজকের দিনটাকে সেলিব্রেট করতেই নারাজ। ভাবছেন আজকের এই একটা দিনে সেলিব্রেট করার দরকারি বা কি, বরং ভুল করে আজকের দিনটাকেই মিস করবেন। যতই দুরেই থাকুন, অন্তত আজকের দিনটাতে মায়ের কাছাকাছিই থাকুন। যারা সত্যিকার অর্থে জীবন জীবিকার টানে দুরে থেকে অনেক দুরে আছেন তারা মাকে হুট করে যে কোন একটা সারপ্রাইজ দিতে পারেন। দেখবেন খুশিতে মায়ের হাসি মাখা মুখটা কেমন টলমল করতেছে। আমরা তো মাকে প্রতিদিন, প্রতিক্ষন, প্রতিমুহুর্তেই ভালোবাসি। আজকের দিনটাতে না হয় একটু বেশি।
ব্যক্তিগত জীবনে আমি বাবার চাইতে মাকেই একটু বেশি ভালবাসি। তার কারন হিসেবে মা যতকিছু সহ্য করেন বাবা হয়তো তেমন করতে পারেন না। যত আবদারি হোক ঐ মায়ের কাছে। বাবা যদি পাশেও থাকে তবুও মাকে বলা হয় সবকিছু। আর সেটা যতক্ষন না পুরণ হয়, পিছন পিছন শাড়ির আঁচল ধরে আবদার পুরণ করার জন্য আঠার মত লেগে থাকতাম। যখন পুরণ হয় আমার পাশাপাশি মায়ের মুখেও ফুটে উঠে ছোট্ট স্বর্গীয় মলিন হাসি।
কষ্ট যে কি পরিমান দিয়ে থাকি সেটা বলার মত না। যত রখমের দুষ্টুমি করে রেহায় পায় একমাত্র মায়ের কাছে। ছেলে যত দোষ করুক না কেন মায়ের কাছে সে তো এক অবুঝ শিশু। যদি বাইরে বের হই, মা বলে- “বাবা সাবধানে যাস, গাড়ি গোড়া দেখে চলবি” তখন আমি ঠাট্টা করেই বলতাম- " মা, গাড়ি আছে কিন্তু গোড়া তো নাই " মা আর কি বলবে ঐ আগের মত ছোট্ট স্বর্গীয় মলিন হাসি।
মায়ের ভালবাসা পৃথিবীতে অদ্বিতীয়। যার সাথে আর কোন কিছুর তুলনা করা চলে না।
“মা” তোমায় সত্যিই অনেক অনেক ভালবাসি।
“মা দিবসে আমার মা সহ পৃথিবীর সকল মায়েদের প্রতি রইল অন্তরের অন্তস্থল হতে শ্রদ্ধা আর ভালবাসা”