কিছুদিন ধরে হয়তো অনেকেই লক্ষ্য করেছেন ব্লগের কিছু পোস্টে আপলোড করা ইমেজ বা ছবি গুলো ঝাপসা দেখা যাচ্ছে। এর সঠিক কারণ না জানলেও এত টুকু বুঝলাম যে, পোস্ট দেখার সময় মোবাইল ভার্সন এর ইমেজ দেখা যাচ্ছে। যেহেতু মোবাইল ভার্সন এর ইমেজ গুলো ছোট থাকে তাই ছোট ইমেজ গুলো বড় করলে ঝাপসা হবে এটাই স্বাভাবিক। তবে যারা ঝাপসা ছবি দেখে পূর্ন মজা উপভোগ করতে পারছেন না, তাদের জন্যই আমার এই পোস্ট।
যেভাবে ছোট ঝাপসা ছবি বড় বা পরিষ্কার করবেনঃ
ছবির উপর রাইট ক্লিক করে "View Image" এ ক্লিক করুন। তাতে শুধু মাত্র ইমেজটি দেখা যাবে।
অথবা,
ছবির উপর রাইট ক্লিক করে "Copy Image Location" বা "Copy Image URL" সিলেক্ট করুন। তাতে ইমেজ ইউআরএল টি কপি হবে। এবার ব্রাউজারে আরেকটি ট্যাব ওপেন করে Paste করে এন্টার প্রেস করুন। এতে ছবিটি লোড হবে এবং দেখা যাবে। এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি তবে, এবার ব্রাউজারে যে লিঙ্ক প্রদর্শন হয়েছে সেখানে একেবার শেষে লক্ষ্য করুন "small.jpg" বা অন্য কোন ফরম্যাট লেখার রয়েছে তবে, "small" শব্দটি রয়েছে। "small" এর পরিবর্তে বা মুছে "xlarge" লিখে আর বাকি অক্ষর গুলো অপরিবর্তিত রেখে কীবোর্ড থেকে এন্টার প্রেস করুন।
অর্থাৎ, লিঙ্ক যদি এরকম হয়ঃ s3.amazonaws.com/somewherein/pictures/rana2080/05-2013/rana2080_20192746995197124988e5d1.66318517_small.jpg
"small" এর পরিবর্তে "xlarge" দিলে হবে এরকমঃ
s3.amazonaws.com/somewherein/pictures/rana2080/05-2013/rana2080_20192746995197124988e5d1.66318517_xlarge.jpg
এবার দেখুন ইমেজটি আর ব্লার দেখাচ্ছে না। আপলোড করা অরিজিনাল ইমেজটি দেখা যাচ্ছে।
বিঃদ্রঃ অরিজিনাল ছবির কোয়ালিটি যদি অতিমাত্রায় খারাপ ও ছোট হয় এবং সেই ক্ষেত্রে এই টিপস যদি কাজে না লাগে, তার জন্য লেখক কোন ভাবেই দায়ী নয়।
পরের পোস্টে আপনাদের কে জানাবো সামুতে নিজের আইডি দিয়ে করা পোস্টে নিজেই প্লাস দেওয়ার ট্রিকস! সেই পর্যন্ত ভালো থাকুন।
অতিরিক্তঃ
"তোমরা আমাকে একটি কম খরচে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দাও, আমি তোমাদের একটি তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ উপহার দেবো" - মোঃ সাইফুর রহমান সাইফ
আজকের স্পন্সারঃ হেল্পফুল হাব - সম্পূর্ন প্রশ্নোত্তর ভিত্তিক বাংলা প্ল্যাটফর্ম!
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:২২