আমরা তো প্রত্যেক দিনই কম্পিউটার চালাই। কিন্তু আমরা কি জানি? আমাদের কম্পিউটার টি অন হতে বা লগিন হতে কত সময় লাগছে? সাধারনত এটা প্রসেসর এর উপর ডিপেন্ড করে। তবে আপনি যদি আপনার কম্পিউটার এর বুট টাইম টেস্ট করতে চান তা হলে Boot Racer সফটওয়্যার টি ব্যাবহার করতে পারেন। এটি দিয়ে আপনার কম্পিউটার এর বুট টাইম কত তা জানা যাবে। আমার ডেস্কটপে বুট টাইম সর্বোনিন্ম 30 সেকেন্ড সময় লেগেছে এটা ১ মিনিটের নিচে থাকলে আপনার বুট স্পীড রেটিং হবে "Excellent"। আর যদি ১ মিনিটের বেশি সময় লাগে তা হলে বুঝবেন আপনার কম্পিউটার এর কিছু ট্রিটমেন্ট করা দরকার।
প্রথমে এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
তারপর ইন্সটল করে নিন। এবং ইন্সটল করার পর আপনার পিসি রিস্টার্ট করবেন।অথবা সফটওয়্যার টি চালু করে "Start" এ ক্লিক করে "yes" এ ক্লিক করবেন তা হলে রিস্টার্ট হওয়া শুরু হবে।
তারপর পর পিসি যখন আবার ওপেন হবে তখনই অটোমেটিক ঐ সফটওয়্যার টি চালু হবে এবং কয়েক সেকেন্ড এর মধ্যেই হিসাব করে বের করবে যে আপনার কম্পিউটার অন হতে কত সময় লাগলো।
এই ভাবে প্রত্যেক দিনের সময় এরকম ভাবে দেখাবে। এবং তা হিস্ট্রি তে সেভ হয়ে থাকবে। আপনি চাইলে Show History তে ক্লিক করে তা দেখতে পারেন।
আপনার সময় বুট টাইম যদি অনেক বেশি হয় তা হলে আপনি বুট স্পীড এর জন্যে কিছু সফটওয়্যার ব্যাবহার করতে পারেন। এরকম একটি সফটওয়্যার এর ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। (সফটওয়্যার টি দারুন কাজের)
তাছাড়া আপনার অপ্রয়োজনীয় স্টার্টআপ প্রোগ্রাম গুলোও ডিজেবল করে রাখতে পারেন তা হলে আরও দ্রুত অন হবে।
ধন্যবাদ সবাই কে।
পোস্ট টি পুর্বে প্রকাশ এখানে
আমার পুর্বে করা একটি জনপ্রিয় পোস্টঃ ডিজিটাল যুগে চোরের দিন শেষ। ওয়েব ক্যাম দিয়েই চোর কে ধরে ফেলুন।আপনি ঘুমিয়ে থকলেও অ্যালার্ম বেজে উঠবে অথবা চোরের ছবি সহ আপনার কাছে ইমেইল চলে যবে!!!
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১০:২৪