ফ্রী এসএমএস পাঠাতে প্রথমেই এখানে ক্লিক করুন (আমি উদাহরন হিসেবে বাংলাদেশে ফ্রী এসএমএস পাঠানোর উপাই টি লিখলাম বাকি গুলোতে পাঠাতে সেই দেশের লিঙ্কে ক্লিক করবেন।) তারপর কোন দেশে ফ্রী এসএমএস পাঠাবেন সেই দেশ এর নাম টি খুজে বের করে ক্লিক করুন । তারপর নিচের নিয়ম গুলো অনুসরন করুন।
১। From এর জায়গায় যে কোন নাম্বার বসিয়ে দিন তবে অবশ্যই কান্ট্রি কোড সহ পুরো নাম্বার টি বসাবেন।
২। Destination এর জাগায় কোন দেশে ফ্রী এসএমএস পাঠাবেন সেটি সিলেক্ট করন।
৩। Number এর জাগায় আপনি যে নাম্বারে ফ্রী এসএমএস পাঠাতে চাইছেন সেটি বসিয়ে দিন তবে এখানে শুধু মাত্র অরিজিনাল নাম্বার টা বসাবেন। অর্থাৎ কান্ট্রি কোড(+৮৮০) দেবেন না। কান্ট্রি কোড এর পর থেকে শুরু করবেন। যেমন বাংলাদেশের জন্য ১ থেকে শুরু হবে অর্থাৎ নাম্বার টি হবে এরকম ১৯১২৯৫৫০০৬
৪। Message এর ঘরে আপনি কি লিখতে চান সেটি লিখুন। (130 ক্যারাক্ট্যার সাপোর্ট করবে)
৫। সব শেষে "Send" বাটন এ ক্লিক করুন।
কাজ শেষ এবার দুই মিনিটের মধ্যেই আপনার এসএমএস কাঙ্খিত নাম্বারে চলে যাবে।
পুরো পোস্ট ভালো করে না পড়ে এবং ভালো করে না বুঝে কেউ এসএমএস পাঠাবেন না বা মন্তব্য করবেন না। অনেকেই ভালো করে না পড়ে বলেন যে এসএমএস যাচ্ছে না। তাই ভালো করে পোস্ট টি পড়ে নিন। ভালো লাগলে মন্তব্য করুন বা প্লাস দিন। উপভোগ করুন ফ্রী এসএমএস এবং ধন্যবাদ সবাই কে।
======================>>>
বোনাস পোস্টঃ ডিজিটাল যুগে চোরের দিন শেষ! ওয়েব ক্যাম দিয়েই চোর কে ধরে ফেলুন। আপনি ঘুমিয়ে থকলেও অ্যালার্ম বেজে উঠবে অথবা চোরের ছবি সহ আপনার কাছে ইমেইল চলে যবে!!! (না পড়লে মিস করবেন)
অনলাইনে ইনকাম বিষয়ক পোস্ট
আরো পড়তে পারেন ফ্রী কল এর পোস্ট টি।
ফ্রী এসএমএস এররও একটি সাইট নিয়ে পোস্ট করেছিলাম যেটা এখনো কাজ করছে। এটিও সংগ্রেহে রাখুন।
আবারও ধন্যবাদ সবাই কে........................।
কোন ফ্রী এসএমএস এর সাইট এ খুব বেশি গোপন কিছু শেয়ার না করাই ভালো তবে টুক-টাক প্রয়োজন মেটাতে পারেন।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬