সরাসরি [https://www.evaphone.com/|এই সাইট] এ ঢুকেই ফ্রী কল করতে পারবেন।
যা যা প্রয়োজন হবেঃ
১। ইন্টারনেট ব্রাউজার (এটা সবার ই আছে)
২। Adobe ফ্ল্যাশ প্লেয়ার (অবশ্যই নতুন ভার্সন লাগবে। যাদের এটা নেই তারা এখান থেকে ডাউনলোড করে আপনার ব্রাউজার টি বন্ধ করে আগে ইন্সটল করে নিন।
৩। একটি মাক্রফোন যেটা কিনা আপনার পিসির সাথে কানেক্ট করা থাকবে।
কিছু লিমিটেশন আছেঃ
১। প্রতিদিন সর্বোচ্চ দুই বার কল করতে পারবেন।
২। প্রত্যেক টি কল লিমিটেড (কত টুকু সেটা দেশের উপর নির্ভর করবে)
৩। প্রথম কল করতে রেজিস্ট্রেশান করা লাগবে না। (তবে রেজিস্ট্রেশান করতে খুব একটা ঝামেলা নেই)
এবার নিয়ম গুলো বলিঃ
১। এখানে ক্লিক করে মুল সাইট এ প্রবেশ করুন
২। যে দেশে কল করবেন সেই দেশ সিলেক্ট করুন
৩। এবার যে নাম্বার এ কল করবেন সেই নাম্বার টি বসান।
৪। যদি প্রয়োজন হয় তো সেটিং অপশন থেকে প্রয়োজনীয় সেটিং করে নিতে পারেন।
৫। এবার "yes" বাটন এ ক্লিক করুন। তারপর কিছুক্ষন অ্যাডভাটাইজ হবে। এবং তারপরেই আপনার কল টি আপনার দেওয়া নাম্বারে চলে যাবে।
আপনি চাইলে ইচ্ছে মতন কল করতে পারেন তবে তার জন্যে আপনাকে পে করতে হবে।
সুত্র এবং মুল পোস্ট এখানে
এবং ফ্রী কল এর নতুন নতুন খবর বা ট্রিকস সম্পর্কে জানতে চোখ রাখুন এখানে
(পোস্ট টি পড়ে উপকৃত হলে প্লাস এবং মন্তব্য করতে পারেন তবে, Shorten লিংকে যাদের এলার্জি তারা মন্তব্য করা থেকে বিরত থাকুন)
এক্সট্রা পোস্টঃ অনলাইনে আয় না করতে পারলেও অন্তত ফকির হবেন না। (নিশ্চয়তা দিতে পারি)
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩