# ডেনমার্কে ক্রিসমাসকে বলা হয় JULE। ক্রিসমাসের শুরুতেই রাস্তা, শপিং মল ইত্যাদি আলোয় আলোয় সেজে উঠে। দেখতে খুবই সুন্দর লাগে।
# শপিংমলের ভেতর ড্যানিশ রূপকথা অনুযায়ী নানা থীমে ক্রিসমাস স্ট্যাটু তৈরী করা হয়। সবগুলোতেই পুতুলগুলো দুলতে থাকে, গাইতে থাকে কিংবা বাটন চাপলে রূপকথার গল্প শোনাতে থাকে।
# ডিসেম্বরের শুরুতে শুরু হয় ক্রিসমাস মেলা। এখানে আমাদের দেশের বৈশাখী মেলার মতোই নানা রকম ড্যানিশ খাবার/টুকটাক ক্রিসমাস গিফ্ট পাওয়া যায়।
# ক্রিসমাসের আরেক আকর্ষন কোকা-কোলা ক্রিসমাস ট্রাক। রঙ্গিল আলোয় আলোকিত এই ট্রাক পুরো ডেনমার্ক জুড়ে ঘুরে বেড়ায়। ট্রাক দেখতে গেলে ফ্রি কোক পাওয়া যায় এবং সান্তার সাথে দেখাও করা যায়। চাইলে ক্রিসমাস গিফট কেনা যায়।
# রাস্তায় দেখা মিলে সার্কাস, গান, ইত্যাদি পারফর্মারদের যারা সবাইকে আনন্দ দেয় এবং নিজেরা ক্রিসমাসের বোনাসও পায়।
চাইলেও আরও ছবি দিতে পারছিনা লিমিট শেষ হয়ে যাওয়ার কারনে তাই পর্ব-২১ এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে।
এলেবেলে গত পর্বের লিংক নিচে:
এলেবেলে -২০ (ড্রোনের চোখে ডেনমার্ক এবং অন্যান্য)