প্লেন স্পটিংয়ের ২য় পর্ব নিয়ে আসতে একটু দেরী হয়ে গেল। আজকের পর্বে দেখব কিছু টার্বোপ্রপ বিমানের ছবি। ছবিগুলো Copenhagen, Copenhagen Airport এবং Amsterdam Schipol Airport এ তুলেছিলাম। বিমানের সাথে সাথে কিছু এয়ারলাইনসের সাথেও পরিচিত হবেন আপনারা। চলুন টার্বোপ্রপ বিমানের প্লেন স্পটিং শুরু করি:
# প্রথম ছবিটা Cessna 172M Skyhawk এর যা নিয়মিত আমার বাসার উপর দিয়ে উড়ে চলে। এটা একটি ফ্লাইং একাডেমির প্রশিক্ষন বিমান:
# ইউরোপিয়ান এয়ারলাইন্সগুলোর বহরে আমাদের দেশের সুপরিচিত Dash 8-400 মডেলের অনেকগুলো বিমান আছে যা মূলত ইউরোপ জুড়ে স্বল্প সময়ের ভ্রমনে ব্যবহার করা হয়। এই মডেলের বিমানটির ট্যাক্সিং, টেক-অফের এবং ল্যান্ডিংয়ের কিছু ছবি যা Air Baltic, Flybe এবং নাম মনে করতে না পারা একটি এয়ারলাইন্সের:
# বাংলাদেশে সুপরিচিত আরেকটি টার্বোপ্রপ ATR 72 মডেলের বিমানটি যা ইউরোপেও জনপ্রিয়। নিচের ছবিগুলো যথাক্রমে ATR 72-500, 72-600 এবং 72-201 মডেলের বিমানের যা SKYTEAM, SAS, Danish Air Transport এবং Nordica এয়ারলাইন্সের:
# হঠাৎ দেখা মিলে এমন টার্বোপ্রপ বিমান BAE Jetstream 32। ছবির বিমানটি AIS Airlines এর:
আমার স্বল্প সময়ের প্লেন স্পটিংয়ে এধরনের টার্বোপ্রপ বিমানের ছবিই বেশী তুলেছি। শেষের মডেলের বিমানটি ছাড়া উপরের বাকি মডেলগুলোই এখানে নিয়মিত দেখি। তাই আমার চোখে টার্বোপ্রপ বলতে এগুলোই ভেসে উঠে। ১০টির বেশী ছবি আপলোড করতে সমস্যা হচ্ছে তাই পর্ব-২ দশ ছবিতেই শেষ।
পর্ব-৩ হবে স্পেশাল যাতে থাকবে আগস্ট ২০১৯ এ ডেনমার্কে হয়ে যাওয়া এয়ার শোতে আমার তোলা অনেক অনেক ছবির মাঝে বিশেষ কিছু ছবি।
জাম্বোজেটের ছবি নিয়ে প্রথম পোস্টের লিংক এখানে:
ছবিব্লগ: শখের নাম প্লেন স্পটিং - পর্ব ১: জাম্বো জেট