গত ক'বছর ধরে এমন একটা দিনও বাদ পেলাম না যেখানে ফেসবুকে ঢুকে আমি 'অলৌকিক ঘটনা' না দেখে বের হয়েছি!
'মাছে গায়ে আল্লাহু লিখা'-বলেন সুবাহানাল্লাহ, 'গোশতের গায়ে আল্লাহু লিখা'--বলেন সুবাহানাল্লাহ ,'গরুর গায়ে আল্লাহু লিখা'--বলেন সুবাহানাল্লাহ,'গাছের ডালে আল্লাহু লেখা'--বলেন সুবাহানাল্লাহ!
আমাদের এই সুবাহানাল্লাহ বলার এইরকম আরো হাজার হাজার রিজন দেখায়ে যাচ্ছে রেডিও মুন্না,পুদিনা পাতা কিংবা বাশের কেল্লার এডমিনগন!
আর আমরাও এমন 'সরল বিশ্বাসী' ধর্মপ্রাণ মানুষযে এইগুলা বিশ্বাস করে লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছি।
আরো আছে- 'ইসলাম ধর্ম গ্রহন করেছেন অং সাং সুচি কিংবা মাইকেল জেকসন।
সবচেয়ে অবাক হয়েছিলাম ক'দিন আগে এক ফ্রেন্ডের শেয়ার দেখে। সে একটা ছবি শেয়ার দিয়েছে এবং তাতে সানী লিওনের ছবি দিয়ে লেখা - 'ইসলাম ধর্ম গ্রহন করলেন সানী লিওন'!
আমি বুঝিনা এরা কোন টাইপের ধর্মপ্রেমিক? সানী লিওন ইসলাম গ্রহন করলে তাতে আমাদের ধর্মের কি লাভ? বরঞ্চ ক্ষতি!!
এইটাই কি ধর্মের প্রতি ভালোবাসা? আসলেই বুঝিনা...।।
ক'দিন আগের ঘটনা। আমাদের বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচমেট রোজার মাসে একটা ছবি শেয়ার দিয়েছে। তাতে একটা লোকের নগ্ন ছবি দেওয়া সেখানে দেখানো হয়েছে 'লোকটির পুরুষাঙ্গটি অনেকটা ড্রাগনের মুখের মত হয়ে গেছে'। ক্যাপশনটা ছিলো এইরকমঃ "দেখুন,কোরআন শরীফের উপর প্রসাবে করার ফলাফল"।
ছবিটা দেখেই বুঝা যাচ্ছিলো একটা নিম্নমানের ফটোশপের কাজ। আমার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বন্ধুও সেইটা আবার শেয়ারও দেয়!!!
আমাদের ইসলাম ধর্ম নিয়ে এইযে ভিন্নধর্মীদের ভুল ধারনা এর জন্যে অনেকটা দায়ী আমাদের এই শিক্ষিত বক ধার্মিকেরা। তারা ফটোশপের সাহায্যে কেরামতী করে 'ইসলাম প্রচারে নেমেছেন'। তারা যেকোন মুহুর্তে ৫/৭ বছর আগের ছবিকে বার্মাতে 'নির্বিচারে মুসলমান হত্যা'বলে চালিয়ে দিতে পারেন! তাদের হাতে আছে দেশের বড় বড় পেইজগুলো আর তাদের শিক্ষিত-অশিক্ষিত-অর্ধশিক্ষিত বক ধার্মিক ফলোয়ার!
সৌম্য সরকার খেলতে নামলে তাদের কাছে 'মালাউন' এর ছেলে কেন খেলতে নামলো এই নিয়ে সোচ্চার আর ISIS ১৯ জন নারীকে যৌন জিহাদে অংশগ্রহন না করার ফলে যে ফাসি দিলো এই বিষয়ে তারা নিশ্চুপ!
ভাই, মাছের গায়ে আল্লাহু লিখা থাকলে [যদিও এইরকম সত্য কাহেনী নাই-পুরোটাই ফটোশপ] এর ইসলামিক গুরুত্ব কি হবে একটু ধর্মের আলোকে বুঝায়া বলবেন?
প্লিজ লাগে!
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫