গতকাল সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়ের বন্ধু- মাহমুদুল হাসান আমাকে 'ক্যাডার বন্ধু' বলে ডাকছে! জীবনের প্রথম বিসিএস পরীক্ষা দিতে যাবো,তাই।
এবছর বন্ধু মাহমুদেরও প্রথম বিসিএস পরীক্ষা। এর আগে এ ধরনের সুযোগ থাকলেও, আমরা নিতে চাইনি। যাইহোক, কথোপকথনের এক ফাঁকে বন্ধু জিজ্ঞেস করলো-
- এক্সাম কয়টায় রে?
- ১০টায় । ৯টার মধ্যে হলে থাকতে হবে।
-ওহ ম্যান! তাইলে তো এডমিট প্রিন্ট দিতে হবে! সকালে তো দোকান খোলা পাবো
না!
গালি দিয়ে বললাম- পড়তে বস। 'পরীক্ষার আগের রাতে পড়তে বসে' যে কত কত এক্সাম আন্ডারগ্রেডে পার পেয়ে এসেছি তার হিসাব ভাই! তাই 'লাস্ট নাইটের' পড়ার শক্তিটা বেশ বুঝতে পারি!
খুব ভোর। সকাল সকাল 'বেস্ট অব লাক' ফোন পেয়ে ঘুমটা ভাঙ্গলো। ঘুম-ঘুম চোখে দাঁত ব্রাশ করতে করতে মোবাইল স্ক্রল করে দেখি সকাল ৭টা ৩৭ মিনিট। হুড়মুড় করে হুডিটা পড়ে তিনটা কলম আর এডমিট কার্ড নিয়ে বের হলাম।
পকেটে মোবাইল মানিব্যাগ কিছুই নেই। অনেকদিন পর সকাল বেলা নিজেকে ভারমুক্ত ও হালকা মনে হলো। এই অনুভূতিটা দারুন। মোবাইল/মানিব্যাগ ছাড়া যে বের হওয়া যায় এইটাতো আমরা প্রায় ভুলতে বসেছি!
মৌচাক মোড়ে গেলাম। টার্গেট আয়াত বাসে করে মিরপুর যাওয়া। মৌচাকে পৌছেই মনে হলো- এ যেন রাজনৈতিক সভা! এতো মানুষ ক্যান?
চালাকি করে হেটে হেটে আরো পিছনে গেলাম। সেখানেও সেম অবস্থা। প্রচুর ভিড় ঠেকে নিজের পুরো শরীরটাকে কোনমতে নিয়ে বাসে করে রওনা হলাম গন্তব্যের দিকে। বাসে ছেলে-পেলে সেই পড়ছে! কেউ কারো সাথে কথা বলছে না। এসএসসি পরীক্ষার প্রথম পরীক্ষার অনুভূতি যেন!
মনিপুর হাই স্কুলের বালিকা ভবনে সিট পড়েছে। খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হয়নি। পরীক্ষা রুমের ভিতর ঢুকেই প্রথম চোখে পড়লো- লাস্ট বেঞ্চের ছেলেটাকে ঠিক কি করে 'ম্যানেজ' করে যাচ্ছে পাশের মেয়েটা। বোকাচোদা ছেলে। চেহেরার মধ্যে ভাবটা ফুটে উঠলো। মেয়ের এক হাসিতে যে তার 'BCS ( বোকা-চোদা সাঁজা)' হয়ে গেছে বুঝে গেলুম। স্যার ক্লাস রুমে প্রবেশ পর্যন্ত মেয়েটা ছলনার হাসি হেসে ছেলেটাকে ম্যানেজ করে নিলো।
আমার আগে পিছে সবাই বেশ 'বয়স্ক'। চেহেরার মধ্যে চিন্তার ছাপ। আমি খুব রিলাক্স ছিলাম। গুন গুন করে গান গাচ্ছি- বাহির পানে, চোখ মেলেছি বাহির পানে...।।
প্রশ্নের উওর উলটো দিক থেকে শুরু করা পুরোনো অভ্যাস। প্রশ্নে খুলে এক মিনিটের মধ্যে বুঝে গেলাম প্রশ্নপত্রে ভুল। নিজেকে বিজ্ঞ প্রমাণের ইচ্ছেনেই বলে চুপচাপ ছিলাম।
ম্যাথ, আইসিটি, বিজ্ঞান আর মূল্যবোধের প্রশ্নগুলো ভালো লেগেছে। বাংলা'র উওর দিতে এসেই যত বিপত্তি। প্রশ্ন এসেছে-
'FOR God's sake hold your tongue, and let me love' উক্তিটি কার।
প্রশ্ন দেখেই রোমান্টিক অনুভব!
এ লাইন আমি পড়েছি শেষের কবিতায়! আমি জানি এ লাইন রবি'দার! কিন্তু রবি'দা যে এই লাইন আরেকজন থেকে নিয়েছেন তা কি আমি জানি বাপু! বাসায় এসে জেনেছি ইহা John Donne এর উক্তি।
যাইহোক, পরীক্ষার কোন প্রিপারেশন ছিলোনা। খুব রিলাক্সে পরীক্ষা দিয়েছি বলেই হয়ত বেশ কয়েকটা হয়েছে। বিসিএস গ্রুপের মাধ্যমে উত্তর পেয়ে হিসেব করেছি ১০০টার উপর সঠিক হয়েছে! যা আমাকে কনফিডেন্স দিচ্ছে আগামী বিসিএস-এ অংশগ্রহন করার। তবে হ্যা, ভুল উত্তরের সংখ্যাটাও নেহাত কম নয়। ৫০ এর মত!
নেক্সট বার এক্সাম দিবো। দেখি কি হয়!
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮