যখন এক চোখে ঘুম ঘুম, এক চোখে নীল রাত...আমায় ভাবিয়ে যায়
যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ ...সবুজ ছুঁয়ে ভাবায় আমায়
একদিকে নীল নীল, এক দিকে কাঁশফুল, দু’চোখ যেখানে শেষ
এক প্রান্তে সবুজ, এক প্রান্তে লাল,
আমার বাংলাদেশ ।।
আমি নিশ্চিত আপনার জীবনে একবার হলেও এমন একজনের সাথে পরিচয় হয়েছে যার ভাবনায় - 'কি লাভ হইসে পাকিস্তান থেকে আলাদা হয়ে?' মনোভাব নিয়ে থাকে।
আমার আজকের পোষ্টটি তাদের এই প্রশ্নের উত্তর দেবার জন্যে। পাকিস্তান থেকে 'বাংলাদেশ' হয়ে আমরা যা পেয়েছিঃ-
১। আমরা পেয়েছি নিজেদের একটি পরিচয়, একটি স্বাধীন রাষ্ট্র, একটি স্বাধীন ভাষা।
২। বাংলাদেশকে এখন বলা হয় এশিয়ান টাইগার। কেউ কেউ আবার ‘ফ্রন্টিয়ার ফাইভের’ সদস্যও বলছে । বিজয়ের ৪৫ বছর পরে এসে দেখা যাচ্ছে, পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে বাংলাদেশ কমপক্ষে দুই ডজন আন্তর্জাতিক সূচকে এগিয়ে রয়েছে।
৩। ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে দক্ষিণ এশিয়ার দুই বড় দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ২০১৬ সালের প্রতিবেদনের তথ্য অনুসারে, বাংলাদেশের ১৬ দশমিক ৪ শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে যেখানে পাকিস্তানে ২২ শতাংশ।
৪। বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী ৩৬ দশমিক ৪ শতাংশ শিশু খর্বকায় পাকিস্তানে ৩৮ দশমিক ৭।
৫। বাংলাদেশ ২০১৫-১৬ অর্থবছরে ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে আর পাকিস্তানের জিডিপি ৪ দশমিক ৭১ শতাংশ ।
৬। তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। গত অর্থবছরে ৩৪ বিলিয়ন ডলারের রফতানি আয় হয়েছে বাংলাদেশের।
৭। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ ৩১ বিলিয়ন ডলারের বেশি। পাকিস্তানের রিজার্ভ ২৩ বিলিয়ন ডলার।
৮। শান্তি সূচকে বাংলাদেশ বিশ্বের ১৬২টি দেশের মধ্যে ৮৩তম। যেখানে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।
৯। ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এখন কত যেন? থাক! অইটাতো জানেনই ।
বাস্তবতা হচ্ছে গত ৪৫ বছর পাকিস্তান আর সেভাবে এগোতে পারেনি। সাড়ে ৪ দশকে পাকিস্তানে অধিকাংশ সময় গণতন্ত্র ছিল না। স্বাধীনতার আন্দোলন চলছে বেলুচিস্তানে। বর্তমানে নির্বাচিত সরকার থাকলেও সামরিক প্রভাব রয়েছে ব্যাপকভাবে। জাতিগত (শিয়া-সুন্নী) বিরোধও প্রকট। ধর্মান্ধতার সংকট সারাদেশে। (সূত্রঃ কালের কন্ঠ)। তবে একটা জায়গায় বেশ এগিয়ে পাকিস্তান! তা হলো জঙ্গিবাদ রপ্তানীতে। পাকিস্তানকে এই জন্যে উষ্ণ অভিনন্দন ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৫