কিছুদিন পর আমি সারার একটি মেইল পাই। আমার আঁকা ছবির পাশাপাশি বসিয়ে ওর একটি ছবি সে পাঠিয়ে দেয়। মেইল করে লিখে..how r u saem u know i miss u very much this the first time i can connect the net again in my home there was a problem in the modem oh seam now i saw my pic i think it looks like me i found in it something from me i like what u wrote in arabic if it match me , saem i send 4 u my pic but first promise me that u will delete it and nobody will see it ,plz saem tell me about u, ur working about ur self ur life what do u think u will do in future.. i hope that i will read ur replay soon..saem i have to go now to study my exam in neurophysiology
take care my best friend 4 ever
Yours Sara
আমি ওর ছবি দেখেতো অবাক। এটা হয় কিভাবে? একবারে হুবহু আমার আঁকা ছবির সংগে তার চেহারার মিল। আমি যেন বিশ্বাস করতে পারছিনা। এ যে প্লাটুনিক কিছু। এরপর ওকে ভিডিওতে দেখেছি। ও চিরদিনের জন্য এদেশে আসতে চেয়েছিল। আমি বললাম, ফিলিস্তিনে একজন ডাক্তারকে খুবই দরকার। দেশের সেবা করার চেয়ে মহৎ আর কিছু নেই। মানুষের সেবার মধ্য দিয়েই আমরা দুজনে এক বিন্দুতে গিয়ে মিলে যাবো। এরপর জীবনের তাগিদে আমি ব্যস্ত হয়ে পড়ি। সব ছেড়েছুড়ে বিসিএস পরীক্ষা দিতে শুরু করি। যেদিন আমার বিসিএস এর ভাইভা, তাকে জানালাম। বললাম, এদেশে সাংবাদিকতা আর করতে ইচ্ছা করেনা। এর চেয়ে ইতরামী অনেক ভাল পেশা। সে বললো, আমি তোমার জন্য বায়তুল মোকাদ্দাসে গিয়ে দোয়া করবো। ওই সময় বায়তুল মেকাদ্দাসে যাওয়াটা অনেক ঝুকির ব্যাপার ছিল। কিন্তু ও কোন বাধা মানেনি। আমার ভাইভার দিন সে বাইতুল মোকাদ্দাসে গিয়ে দোয়া করেছিল।
এরপর আমি বিসিএস প্রশাসনে চাকুরী পেয়ে গেলাম। যেখানে ক্যারিয়ার নিয়ে দিনরাত উর্ব্ধমুখী ছুটে চলা, সেখানে আবেগ কেমন যেন ধুসর হয়ে যায়। আমার আঁকা সারার ছবিটার কথা ভুলেই যাই। মানুষের জীবনে আর কি চাওয়া থাকতে পারে। আমি সেবাপ্রার্থী হলে যে সেবাটা চাইতাম সেটাই মানুষকে দেয়ার চেষ্টা করছি। গভীর রাতেও আমার অফিস শেষ হয়না। অন্যদিকে ফিলিস্তিন সরকারের সঙ্গে বিভিন্ন দেশের সরকারের স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে সারাও বিশ্বের বিভিন্ন দেশে পড়তে যায়। ফলাফল আমাদের আকৃতিগত যোগাযোগ সীমিত হয়ে আসে। মেইলে মাঝে মাঝে চিঠি লেখা হয়। আমি ভুলে যাই। ও আবার আমাকে স্মরণ করিয়ে দেয়। এভাবেই চলছিল।
দুইদিন আগে সারার একটি মেইল পেয়ে আমি সেই আগের দিনগুলোতে ফিরে গেলাম। সারা আমার আঁকা এই ছবিটি পাঠিয়ে দিয়েছে। আর লিখেছে-Hi saem, how are you, hope you are doing well, long time we don't write to each other, I remember this pic, do you remember it?
Let me know your news.
Yours Sara
জীবন কখনো থেমে থাকেনা। থেমে নেই আমাদের বেলায়ও। হয়ত দুনিয়ার দুই প্রান্তের দুটি মানুষ কালের চাকায় ঘুরে নিজেদের জীবন চক্র শেষ করবে। কিন্তু অব্যক্ত এই অবিশ্বাস্য ঘটনা সাক্ষী হয়ে লেখা থাকবে কোনখানে।
রবীন্দ্রনাথ বলেছিলেন,
যারা কাছে আছে তারা কাছে থাক্, তারা তো পারে না জানিতে-
তাহাদের চেয়ে তুমি কাছে আছ আমার হৃদয়খানিতে॥
যারা কথা বলে তাহারা বলুক, আমি করিব না কারেও বিমুখ-
তারা নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩