...কবিতা...
একই পথের পথিক
(সাদমান সাকিল)
[উ ত স র্গ : আমার কবিতারা যাদের ভালোবাসা পায়]
আজকে তুমি হৃদয়ভরে বাসছ ভাল মোরে,
বাঁধছ তুমি ভালবেসে তোমার বাহুডোরে।
ভালবাসার অ আ ক খ শিখছি তোমার কাছে
মন যে মোর অনেক লোভী; কাছে তোমায় যাচে।
কাছে এসে হাতটি তুলে, মুখটি আমার ধর
মন থেকে প্রেম এনে দেহে, আদর আমায় কর।
তোমার হাতে হাত ধরে গো শিখছি প্রেমের হাঁটা,
সেই প্রেম কি কষ্ট দিবে হয়ে বিষাদ-কাঁটা।
একসাথে চাঁদ দেখছি মোরা, ভাসছি আকাশবুকে
কষ্ট কি গো পেতে হবে তোমায় ছাড়ার দু'খে?
সময় তেমন কাটতে চায় না তোমায় ছাড়া মোটে,
মনকাননের প্রতিগাছে অজস্র ফুল ফোটে।
রক্তজবা, রক্তগোলাপ ফোটে বাগান ভরে,
এমনি করে সুখের ফুল কি ফুটবে মোদের ঘরে?
ফুল পেতে চাও?- তবে আগে ফুটতে হবে কাঁটা
কন্টকময় জীবনপথে শুরু মোদের হাঁটা।
হাঁটতে হাঁটতে যদি কভু ক্লান্ত-শ্রান্ত হ্ও,
বলো আমায় সাথে সাথেই, পর তো তুমি নও।
আজ আমাদের রাত কেটে যায় প্রেম-প্রণয়ের মাঝে
সামনে মোদের কর্মপথের ঘন্টাধ্বনি বাজে।
ঘুমে থেকে তাই জেগে মোরা সূর্য আনব ডেকে,
জীবনসূর্য স্বীয় তেজে জ্বলবে আলো রেখে।
ভালবাসায় উদ্ভাসিত আলো নিয়ে মনে,
নির্ভয়ে আজ এগিয়ে যাব তোমায় নিয়ে সনে।
পথের মাঝে পদে পদে আছে অনেক বিপদ
হবো না'কো পর যে কভু, করছি মোরা শপথ।
মোদের প্রেমের প্রাসাদ মোর গড়ে নিব নিজে
স্রষ্টা মোদের সাথেই আছে প্রতি কাজে কাজে।
রাজপ্রসাদে ঢুকব মোর রাজা-রাণীর বেশে
জীবনতীরে সুখের ডিঙি আসবে ভেসে ভেসে।
সে দিন তোমার ঠোঁটের 'পরে চুমব উষ্ণ চুমায়,
দেখব সেদিন তোমার যৌবন কীসের 'পরে ঘুমায়।
উষ্ণ হয়ে উঠবে তুমি রাখবে মাথা কুলে,
দেখবে আমার নয়নপানে পলকজোড়া তুলে।
চোখের সাথে চোখ মিলবে মনের সাথে মন,
অবশেষে পাব মোরা প্রেমময় এক জীবন।
আজ থেকে তাই, সেই পথে যাই, হাতে রাখি হাত
সৃষ্টিকর্তা আছেন সাথে, ঘুচবে কাল রাত...
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ দুপুর ২:১৫